জব কার্ড-আবাস যোজনায় বাড়ি দেওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার! অভিযোগ ঘিরে চাঞ্চল্য

দলে যোগ দিলে মিলবে জব কার্ড, বাংলা আবাস যোজনায় বাড়ি। এই প্রস্তাব না কি দিয়েছিলেন তৃণমূল নেতা! যদিও, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার।

তৃণমূলে (TMC) যোগ দিলে তবেই মিলবে জব কার্ড ও বাংলা আবাস যোজনায় বাড়ি। মালদহের (Maldah) চাঁচলে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের (Biswajit Das) প্রস্তাব দেওয়া এই অডিও ক্লিপে (Audio Clip) ঘিরেই ছড়িয়েছে বিতর্ক। যদিও, ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

আরও পড়ুন-একদিনের জেল হেফাজতে রূপা, গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা !

স্থানীয় বিজেপি (BJP) কর্মীর অভিযোগ, চাঁচল (Maldah) গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী বিশ্বজিৎ ওই তাঁকে তৃণমূলে যোগ দিতে বলেন। এবং তাহলেই তিনি জবকার্ড ও আবাস যোজনায় বাড়ি পাবেন বলে আশ্বাস দেন। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বজিৎ দাস। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূলকে কালিমা লিপ্ত করতেই এই ধরনের ভুয়ো টেপ ভাইরাল করছে বিজেপি-র মিডিয়া সেল।




Previous articleMadhya pradesh : রাস্তায় টেনে এনে প্রকাশ্যে তরুণীর শ্লীলতাহানি , ভাইরাল হল ভিডিও  
Next articleসোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সরে দাঁড়ানোর ইচ্ছায় ‘না’ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির