Sunday, November 9, 2025

Extra Marital Affair: ১৩ বছর ধরে মায়ের পরকীয়ার অভিযোগ, এবার চরম পদক্ষেপ নিল ছেলে

Date:

কথায় আছে কু-পুত্র যদি বা হয় কু’মাতা কদাপি নয়! তাই নিজের মায়ের সম্পর্কে পড়শিদের গঞ্জনা সহ্য করতে পারেনি ছেলে। পরপুরুষের সঙ্গে মায়ের সম্পর্কের (Extra Marital Affairs) বিরুদ্ধে গিয়ে মারাত্মক পদক্ষেপ নিল সে। নদিয়ার(Nadia) শান্তিপুরের(Shantaipur) বাইগাছি পাড়া এলাকার ঘটনা। মায়ের প্রেমিককে কুপিয়ে খুন করল ছেলে। রবিবারের এই ঘটনায় ছেলের শাস্তির দাবি তুললেন মা।

মায়ের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক এক প্রতিবেশী ব্যক্তির। প্রথমে পারিবারিক বন্ধু হলেও বাবার মৃত্যুর পর থেকে সম্পর্ক অন্যদিকে গড়াতে শুরু করে। সন্দেহ বাড়ে ছেলের সঙ্গে দোসর প্রতিবেশীদের গঞ্জনা। অপমান আর সহ্য করতে পারেননি যুবক। প্রকাশ্য দিবালোকেই দা দিয়ে মায়ের ‘প্রেমিক’কে কোপায় সে। ধারালো অস্ত্রের আঘাতে মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। আহত ব্যক্তিকে শান্তিপুর হাসপাতালে (Shantaipur Hospital)ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, মোট ১৮ টি সেলাই পড়েছে ঐ ব্যাক্তির।

অন্যদিকে স্বামীর ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’-এর কথা স্বীকার করে নিয়েছেন আহত ব্যক্তির স্ত্রী নিজেও। তিনি জানান প্রতিবেশী মহিলার সঙ্গে তাঁর স্বামীর ঘনিষ্ঠতার জেরে অসম্মান আর অপমানের ভাগী হতে হয় তাঁকেও। তাঁর দুই সন্তান, ভবিষ্যতে যদি তাঁর স্বামি অভিযুক্তের মাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে তাঁদের আগামি ঠিক কী হবে তা নিয়ে সন্দিহান তিনি। তবে অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবিও তুলছেন তিনি। কিন্তু অভিযুক্তের মা কী বলছেন? পরকীয়া – বিবাহবহির্ভূত (Extra Marital Affairs)সম্পর্ক এই নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বিষয়টিকে খুব স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেন। তবে এই ঘটনার পর নিজের ছেলের শাস্তির দাবি তুলছেন তিনিও। শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য এলাকা জুড়ে।

 

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version