Tuesday, November 4, 2025

Goa: দ্বীপরাজ্যে তৃণমূলের ইলেকশন রিভিউ কমিটি গড়লেন অভিষেক, ছাব্বিশে প্রথম সম্মেলন

Date:

মাত্র চারমাস আগে পা রেখেই গোয়ায় নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়েছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য ভোট শতাংশ তাদের। এই পরিস্থিতিতে সেখানে Election Review Committee অর্থাৎ নির্বাচনী পর্যালোচনা কমিটি গড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একটি বিবৃতি দিয়ে তিনি জানান, এই কমিটির মাথায় রয়েছেন তৃণমূল অশোক তানওয়ার। কো-ইনচার্জ তৃণমূল সাংসদ সুস্মিতা দেব ও তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। এই কমিটির প্রথম সম্মেলন হবে ২৬ তারিখ। সেখানে গোয়ার (Goa) তৃণমূলের প্রার্থী ও নেতৃত্বকে কোভিড বিধি মেনে আমন্ত্রণ জানানো হবে।

গোয়ার নির্বাচনের দলের হয়ে লড়াই করার জন্য তৃণমূলের নেতা-কর্মীদের ভূয়সী প্রশংসা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, মাত্র চারমাস আগে গোয়ায় তৃণমূলের সংগঠন স্থাপনের পরে নির্বাচনে লড়ার কাজটা মোটেই সহজ ছিল না। কিন্তু দলের নেতা-কর্মীরা সেটা করে দেখিয়েছেন। তাঁদের নিরলস পরিশ্রমের ফলেই গোয়ার প্রতিটি ঘরে তৃণমূলের বার্তা পৌঁছেছে।

আগামী পাঁচবছর গোয়ায় একটি শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালন করাই তৃণমূলের কাজ হবে বলে বার্তা দেন অভিষেক। তিনি বলেন, গোয়ার মানুষের জীবনযাত্রার উন্নতি এবং সেখান নতুন ভোর আনার জন্য লড়াই চালাবে তৃণমূল। এর প্রথম পদক্ষেপ হিসেবেই সেখানে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহ গোয়াতে পরপর অভ্যন্তরীণ বৈঠক হবে বলে জানান অভিষেক। ২৬ তারিখের সম্মেলনে গোয়ার মানুষের জন্য নতুন দিশা দেখাবে তৃণমূল।

আরও পড়ুন- সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সরে দাঁড়ানোর ইচ্ছায় ‘না’ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version