Saturday, November 8, 2025

India Team: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দিনে এগিয়ে ভারত, দিনের শেষে ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের রান সংখ‍্যা ৮৬

Date:

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম‍্যাচে প্রথম দিনে এগিয়ে ভারত (India)। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার (Srilanka) রান সংখ‍্যা ৮৬। দুরন্ত ব‍্যাটিং শ্রেয়স আইয়রের।

চার বছর আগে ধরমশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ী ভারতীয় দলে শ্রেয়স আইয়ার ছিলেন রিজার্ভ বেঞ্চে। ম্যাচের শেষে ট্রফি ঘিরে উচ্ছ্বাসের ভিড়ে শ্রেয়সের ছবি কাগজে বেরিয়েছিল। সেই ছবি মুম্বইয়ের বাড়িতে টাঙিয়ে রেখে বাবা রোজ মনে করিয়ে দিতেন, পনেরোজনে থাকলে হবে না, তোকে টেস্ট খেলতে হবে!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে সেঞ্চুরি করেও শ্রেয়সের জায়গা পাকা হয়নি। দক্ষিণ আফ্রিকায় গিয়ে আবার রিজার্ভ বেঞ্চে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লিমিটেড ওভার সিরিজে এই আছেন তো এই নেই। এই চলতে চলতে আবার যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পেলেন, বড় মঞ্চে নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করে ফেললেন। শনিবার বেঙ্গালুরুতে গোলাপি টেস্টের প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একা কুম্ভ হয়ে লড়ে গেলেন শ্রেয়স। বিরাট কোহলি যখন ফিরে যাচ্ছেন, ভারত ৮৬/৪। এখান থেকে শ্রেয়সের ব্যাটে ভর করে ভারত প্রথম দফায় ২৫২ রান তুলেছে। একদিনের মেজাজে খেলে ৯৮ বলে ৯২ রানের ইনিংসে দশটি বাউন্ডারি ছাড়াও তিনি চারটি ছক্কা মেরেছেন। শ্রেয়সের পর দ্বিতীয় সর্বোচ্চ রান পন্থের (৩৯)।

তবে গোলাপি বলে রাতের আলোয় সুইংয়ের যে গল্পগাথা এতদিন ধরে চলে আসছে, সেটা আরও একবার সামনে আনলেন বুমরাহ-শামি। আড়াইশোতে দলের ইনিংস শেষ হওয়ার পর এই দু’জনের সাঁড়াশি আক্রমণে শ্রীলঙ্কা দিনের শেষে ৮৬/৬। এর মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথুজের ৪৩ রান সরিয়ে রাখলে সিংহলি ব্যাটিংয়ের করুণ অবস্থা আরও পরিষ্কার। বুমরা ১৫ রানে তিন ও শামি ১৮ রানে দুটি উইকেট নিয়ে তাদের চাপে ফেলে দিয়েছেন। প্রথম দিনে ১৬টি উইকেট পড়েছে। গোলাপি টেস্টে প্রথম দিনে এত উইকেট কখনও পড়েনি।

এদিন প্রথম ওভার থেকে লাকমল আর ফার্নান্দো যথেচ্ছ বাউন্স পেলেন, এটা ঠিক। কিন্তু গোলাপি ম্যাচে ধারণা বদলে দিয়ে  চিন্নাস্বামীর উইকেটে সিংহলি স্পিনাররাই ছড়ি ঘুরিয়ে গেলেন! মোহালিতে এক স্পিনার নিয়ে ডুবেছে শ্রীলঙ্কা। এখানে লাসিথ এম্বুলদেনিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে প্রবীণ জয়বিক্রমকে। দু’জনে দুটো সেশনে ভারতকে গুটিয়ে দেন ২৫২ রানে। প্রথমজনের তিন উইকেট। অন্যজনের দুই।

রোহিত এদিন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন। কিন্তু ভারতের শুরুটা ভাল হয়নি। ২৯ রানের মধ্যে মায়াঙ্ক (৪) ও রোহিত (১৫) ফিরে যাওয়ায় চাপ তৈরি হয়েছিল। এরপর বিহারী (৩১) আর বিরাট (২৩) মিলে পরিস্থিতি সামলে নেন। মোহালির মতো এখানেও দারুণ শুরু করেছিলেন ভিকে। ডি’সিলভার ভেতরে আসা বলে আড়াআড়ি খেলে এলবি হয়ে যান। ঋষভ পন্থ ২৬ বলে ৩৯ রান করে গিয়েছেন। তবে ভারতীয় ইনিংসে আসল কাজটা করে গিয়েছেন শ্রেয়স।

একশো শতাংশ দর্শকের অনুমতি থাকলেও এদিন মাঠে ছিলেন হাজার পঁচিশেক লোক। যাঁদের প্রায় সবাই এসেছিলেন বিরাটের ৭১তম সেঞ্চুরি দেখবেন বলে। কিং কোহলির সেকেন্ড হোমে তাঁর জন্য পোস্টার নিয়ে আসা লোকজন অবশ্য হতাশ তাঁর আউট নিয়ে। এই উইকেটে বাউন্স আছে, বল নিচুও হচ্ছে।  বিরাটের বলটা নিচু হয়েছে। পা বাড়িয়ে খেললে হয়তো বাচঁতেন। কিন্তু পিছনে চলে যাওয়ায় নিচু বলকে সামলাতে পারেননি।

প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। শ্রেয়স, বুমরাহ ও শামির ত্রিফলা ধাক্কায় বেসামাল শ্রীলঙ্কা। ১৬৬ রানে পিছিয়ে থেকে তাদের ম্যাচে ফেরা এখন খুব কঠিন।

আরও পড়ুন:Atk Mohunbagan: এগিয়ে থেকেও হায়দরাবাদ এফসির কাছে ৩-১ গোলে হার বাগানের

 

 

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version