Thursday, August 28, 2025

ইউপি-তে জয়ের পরই বিজেপি-র গিফট কার্ড: ইপিএফ-এর সুদ কমানোয় তীব্র কটাক্ষ মমতার

Date:

কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে শুধু সমালোচনা নয়, এক জোট হয়ে প্রতিবাদের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো।

 

“উত্তরপ্রদেশের ভোটে জয়ের পরই গিফট কার্ড নিয়ে এল বিজেপি (BJP) সরকার! গত চার দশকে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ডের সুদের হার সবচেয়ে কমানো হয়েছে।“ EPF-এর সুদের হার কমানো নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, নিজের টুইটার হ্যান্ডেলে পরপর তিনি টুইট করেন মমতা। সেখানে তিনি লেখেন,
“উত্তরপ্রদেশের ভোটে জয়ের পরই গিফট কার্ড নিয়ে এল বিজেপি (BJP) সরকার! গত চার দশকে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ডের সুদের হার সবচেয়ে কমানো হয়েছে। এর জেরে অতিমারির পর দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রমিক ও কর্মচারীদের উপর আর্থিক চাপ বাড়বে।“ মুখ্যমন্ত্রী অভিযোগ, কেন্দ্রের এই পদক্ষেপ কৃষক-শ্রমিক-মধ্যবিত্তের স্বার্থবিরোধী। কেন্দ্র সাধারণ মানুষকে অনিশ্চিয়তার মধ্যে ঠেলে দিয়ে বড় পুঁজিপতিদের স্বার্থ দেখছে। কেন্দ্রের এই কালো উদ্যোগকে ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করে দেওয়ার ডাক দেন মমতা।

যুদ্ধের আঁচে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা ছিল। কিন্তু না করে শনিবার জানা যায়, ২০২১-২২ অর্থবর্ষে ইপিএফ-এর সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ করা সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র। ফলে প্রায় ৬ কোটিরও বেশি চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ পড়বে। এই সিদ্ধান্ত নিয়ে শুধু কেন্দ্রের সমালোচনা নয় এক জোট হয়ে প্রতিবাদের ডাক দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version