Tuesday, November 4, 2025

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূল কাউন্সিলরের, খুন হলেন ঝালদার সদ্যজয়ী কংগ্রেস প্রার্থীও

Date:

একইদিন দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু দুই নেতার। একজন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা আরেকজন কংগ্রেসের (Congress) নেতা। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার (Panihati Municipality) ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে খুন করল দুষ্কৃতীরা।

দুষ্কৃতীর গুলিতে মৃত্যু তৃণমূল (TMC) কাউন্সিলর অনুপম দত্তের (Anupam Dutta)৷ খড়দহের (Khardah) আগরপাড়া এলাকায় বাইকে চেপে দুষ্কতীরা তাঁকে গুলি করে পালায় বলে অভিযোগ৷ দুষ্কৃতীদের গুলিতে অনুপমের মাথায় ও কাঁধে গুরুতর চোট পান৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের শাস্তিতে দাবিতে পথ অবরোধ তৃণমূলের কর্মী-সমর্থকদের। ঘটনাস্থলে যান বারাকপুরের পুলিশ কমিশনার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-ইউক্রেনে রুশ সেনার গুলিতে মৃত মার্কিন সাংবাদিক

এদিকে, পুরুলিয়ার (Purulia) ঝালদা পুরসভার (Jhalda Municipality) ২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস (Congress) প্রার্থী তপন কান্দুও খুন হলেন একই দিনে। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় তপন কান্দুকে গুলি করে মোটর বাইকে উঠে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে কাউন্সিলরকে রাঁচিতে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। যদিও সেই হাসপাতালে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

এখনও ঝালদা পুরসভা ত্রিশঙ্কু। ঝালদার ১২টি মধ্যে ৫ ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কংগ্রেস জেতে ৫টি ওয়ার্ডে, দুটিতে জেতে নির্দল। নির্বাচনের পরে তৃণমূলে যোগ দেয় ১ নির্দল প্রার্থী।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version