Monday, November 10, 2025

সুব্রতদার কেন্দ্রে দিদি প্রার্থী করেছেন, বালিগঞ্জের মানুষের প্রত্যাশা রাখার বার্তা দিলেন বাবুল

Date:

সুব্রত মুখোপাধ্যাযয়ের প্রয়াণে শূন্য হওয়া বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ১২ এপ্রিল। বালিগঞ্জ তৃণমূলের খাসতালুক। যেখান থেকে বছরের পর বছর নির্বাচিত হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। হাইভোল্টেজ কেন্দ্র। বালিগঞ্জের ভোটের সেই গুরুত্ব বারবার বোঝাতে চেয়েছেন বাবুল। তৃণমূলনেত্রীকে ধন্যবাদ দিয়েছেন। তাই বালিগঞ্জ সম্পর্কে বলতে গিয়ে বাবুল বলেন, “সুব্রত মুখোপাধ্যায়ের এলাকা। আলাদা গুরুত্ব রয়েছে এ জায়গার।মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের বিধানসভা। ফলে যথেষ্ট সিরিয়াসলি আমায় লড়তে হবে। দল যেভাবে বলবে সেভাবে লড়ব। মাঠে যখন নেমে পড়েছি তখন খেলা হবে। সুব্রতদার কেন্দ্র। তাই খুব স্বাভাবিক ভাবে প্রত্যাশা বেশি থাকবে। সব মানুষের কাছে পৌঁছনের চেষ্টা করবো। যে সুযোগ দিয়েছেন দিদি, তার মর্যাদা রাখার চেষ্টা করবো।”

আজ, সোমবার বিকেলে প্রার্থী হওয়ার পর প্রথমবার বালিগঞ্জ কেন্দ্রে আসেন বাবুল সুপ্রিয়। রাসবিহারির বিধায়ক তথা দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, সাংসদ মালা রায় সহ বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ৭টি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে এদিন বেশ কিছুক্ষণ বৈঠক করেন বাবুল। দেবাশিস কুমার জানান, প্রার্থীকে নিয়ে
যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছনোই তাঁদের লক্ষ্য।
৭টি ওয়ার্ডে ৭টি কর্মিসভা হবে। ১৬ মার্চ প্রথম কর্মিসভা। উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় জন্য একটু দেখেশুনে প্রচার করা হবে।

এদিন বাবুল জানান, একটা সময় তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ভেবেছিলেন। রাগ ও বিতৃষ্ণায় তিনি সরে যেতে চেয়েছিলেন রাজনীতি থেকে। তিনি মনে করেন না, বাংলা থেকে একজনও সাংসদ নেই যার কেন্দ্রের পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। বিজেপির সেই বাঙালি বিদ্বেষী মনোভাব দেখেই সাহহিকতার সঙ্গে রাজনীতি থেকে সরে আসতে চেয়েছিলেন। সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ান এবং বাংলার মানুষের জন্য কাজ করার কথা বলেন তাঁকে।

বাবলুর দাবি, তিনি যখন যাঁর সঙ্গে কাজ করেন, সেখানেই নিজের সেরাটা দিয়ে থাকেন। বিজেপিতে যখন ছিলেন সেটা করেছিলেন, এখন তৃণমূলে এসেও মন দিয়ে কাজ করতে চান। সকলকে নিয়ে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান। তাঁকে যদি কেউ পছন্দ না করেন, প্রয়োজনে তাঁদের সঙ্গেও কথা বলতে চান বাবুল। শুনতে চাইবেন তাঁদের সমস্যার কথা।

এদিন তাঁর পুরোনো দল বিজেপির ও দিলীপ ঘোষকেও একহাত নেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “বিজেপি কুপমণ্ডূক। আমার রাজনৈতিক ইতিহাস তো আমি বদলাতে পারবো না। তবে আমি সাহস করে এগিয়েছি। সাংসদ পদ থেকে পদত্যাগ করেছি। আর দিলীপ ঘোষকে নিয়ে বেশি কথা বলতে আমার রুচিতে বাঁধে। আমি আসানসোলের সাংসদ থাকাকালীন দিলীপ ঘোষ ক্রমাগত আমার টিমকে ডিস্ট্রাব করে গিয়েছে।”

আসানসোলে তাঁর ছেড়ে আসা লোকসভা কেন্দ্রে এবার উপনির্বাচনে তৃণমূল শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে। তাই তিনি সুযোগ পেলে আসানসোলে গিয়েও শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন বলে জানান বাবুল।

আরও পড়ুন- কীভাবে পুলিশের হাতে ধরা পড়ল পানিহাটির তৃণমূল কংগ্রেস খুনের মূল অভিযুক্ত?

 

Related articles

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...
Exit mobile version