Wednesday, December 17, 2025

HS Exam: উপনির্বাচন, JEE-র দিন বদল: ফের উচ্চ মাধ্যমিকের সূচি নিয়ে ধোঁয়াশা

Date:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি নিয়ে ফের বিভ্রাট। বোর্ডের পরীক্ষা ও উপনির্বাচনের দিন ঘোষণার পর বদল হয়েছে জয়েন্টের সূচির। এবার উচ্চ মাধ্যমিক ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। বিজ্ঞপ্তি দিয়ে নতুন সূচি ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। ১৬ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল থেকে JEE মেন শুরু হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়, বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচি এক হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের অনুরোধ বদল করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়েন্ট এন্ট্রান্স হবে ২১, ২৪, ২৫ ও ২৯ এপ্রিল এবং ১ মে ও ৪ মে। এর মধ্যে ২৫ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) রয়েছে।

এর পাশাপাশি ১২ তারিখ উপনির্বাচন। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ১১ ও ১৩ তারিখ। তাই ধন্দে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ১২ এপ্রিল উপনির্বাচনের দিন পরিবর্তনের জন্য রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। এবার জয়েন্টের নয়া সূচির জন্য ফের বদল ঘটতে পারে উচ্চ মাধ্যমিকের রুটিনে। গার্ড দেওয়ার জন্য শিক্ষকের অভাবের কারণে পরীক্ষার দিনগুলিতে ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এর পরিস্থিতিতে শিক্ষকরা ভোটের ডিউটিতে গেলে সমস্যা বাড়বে বলে আশঙ্কা। সমাধান খোঁজার চেষ্টা চালাচ্ছে শিক্ষা সংসদ ও প্রশাসন। সূচি সংঘাতের জেরে আগে একবার উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন বদলানো হয়েছিল। ১৬ এপ্রিলের পরিবর্তে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল এবং ১৮ এপ্রিলের পরীক্ষা ২৫ এপ্রিল করা হয়। এই পরিবর্তনের ফলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘিরে ধোঁয়াশা।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version