Tuesday, August 26, 2025

কৃষিজাত পণ্যে দেশে শীর্ষে বাংলা, টুইটে কৃষকদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

কেন্দ্রীয় নীতির জেরে দেশে কৃষকদের অবস্থা বেহাল, যদিও রাজ্যসরকারের কৃষি নীতিতে বাংলার কৃষকদের মুখে যে হাসি ফুটেছে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই তথ্য। গোটা দেশের মধ্যে কৃষিজাত পণ্য উৎপাদনে শীর্ষে উঠে এসেছে বাংলা। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনে টুইটে কৃষকদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার কৃষকদের সাফল্য তুলে ধরে ১৪ মার্চ কৃষক দিবসের দিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “পশ্চিমবঙ্গ আজ দেশের মধ্যে ফসল উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে। আমাদের কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। তাই কৃষক দিবস উপলক্ষ্যে কৃষক ভাই, বোন এবং তাঁদের পরিবারকে হৃদয় থেকে অভিনন্দন জানাই।” এছাড়াও কৃষকদের প্রতি রাজ্য সরকার যে অত্যন্ত সহানুভূতিশীল সে কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “কৃষকরা আমাদের গর্ব। আমরা তাঁদের সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিই। উৎপাদন থেকে শুরু করে বিক্রি, ন্যায্য মূল্য, শস্য বিমা, প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক সহায়তা, পেনশন এবং অকাল মৃত্যুতে কৃষকদের পাশে দাঁড়াই।” একইসঙ্গে এদিন টুইটে নন্দীগ্রামের রক্তক্ষয়ী অতীতের কোথাও এদিন স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “প্রত্যেক বছর আমরা ১৪ মার্চ কৃষক দিবস পালন করি। এই দিনটিতে নন্দীগ্রামে গুলি চলেছিল। নিরীহ কৃষকরা মারা গিয়েছিলেন ২০০৭ সালে। তাই তাঁদের একাগ্রতার জন্য গোটা দেশ তথা বিশ্বের কৃষকদের শুভেচ্ছা জানাই।”

 

উল্লেখ্য, আজ ১৪ মার্চ। ২০০৭ সালে এই দিনে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। এরপর ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই দিনটিকে পালন করা হয় কৃষক দিবস উপলক্ষ্যে। আজও তার ব্যাতিক্রম ঘটেনি। এইদিনে বাংলার কৃষকদের সাফল্য তুলে ধরে রাজ্য তথা দেশের কৃষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version