Wednesday, November 12, 2025

কৃষিজাত পণ্যে দেশে শীর্ষে বাংলা, টুইটে কৃষকদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

কেন্দ্রীয় নীতির জেরে দেশে কৃষকদের অবস্থা বেহাল, যদিও রাজ্যসরকারের কৃষি নীতিতে বাংলার কৃষকদের মুখে যে হাসি ফুটেছে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই তথ্য। গোটা দেশের মধ্যে কৃষিজাত পণ্য উৎপাদনে শীর্ষে উঠে এসেছে বাংলা। সোমবার এই তথ্য প্রকাশ্যে এনে টুইটে কৃষকদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার কৃষকদের সাফল্য তুলে ধরে ১৪ মার্চ কৃষক দিবসের দিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “পশ্চিমবঙ্গ আজ দেশের মধ্যে ফসল উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে। আমাদের কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। তাই কৃষক দিবস উপলক্ষ্যে কৃষক ভাই, বোন এবং তাঁদের পরিবারকে হৃদয় থেকে অভিনন্দন জানাই।” এছাড়াও কৃষকদের প্রতি রাজ্য সরকার যে অত্যন্ত সহানুভূতিশীল সে কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “কৃষকরা আমাদের গর্ব। আমরা তাঁদের সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিই। উৎপাদন থেকে শুরু করে বিক্রি, ন্যায্য মূল্য, শস্য বিমা, প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক সহায়তা, পেনশন এবং অকাল মৃত্যুতে কৃষকদের পাশে দাঁড়াই।” একইসঙ্গে এদিন টুইটে নন্দীগ্রামের রক্তক্ষয়ী অতীতের কোথাও এদিন স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “প্রত্যেক বছর আমরা ১৪ মার্চ কৃষক দিবস পালন করি। এই দিনটিতে নন্দীগ্রামে গুলি চলেছিল। নিরীহ কৃষকরা মারা গিয়েছিলেন ২০০৭ সালে। তাই তাঁদের একাগ্রতার জন্য গোটা দেশ তথা বিশ্বের কৃষকদের শুভেচ্ছা জানাই।”

 

উল্লেখ্য, আজ ১৪ মার্চ। ২০০৭ সালে এই দিনে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। এরপর ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই দিনটিকে পালন করা হয় কৃষক দিবস উপলক্ষ্যে। আজও তার ব্যাতিক্রম ঘটেনি। এইদিনে বাংলার কৃষকদের সাফল্য তুলে ধরে রাজ্য তথা দেশের কৃষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version