Sunday, November 9, 2025

প্রায় ৩১ বছর পর জেল থেকে বেরলেন রাজীব হত্যাকাণ্ডের দোষী সাব্যস্ত পেরারিভালন

Date:

রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে অন্যতম দোষী সাব্যস্ত এ জি পেরারিভালন (AG Perarivalan) অবশেষে ছাড়া পেলেন জেল থেকে। প্রায় ৩১ বছর ধরে জেলবন্দি ছিলেন তিনি। গত ৯ মার্চ সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিলেন পেরারিভালন। আদালতের নির্দেশের ভিত্তিতে আজ, মঙ্গলবার এ জি পেরারিভালনকে তামিলনাড়ুর তিরুভল্লুরের জেল থেকে ছাড়া হয়।

এদিন জেলের বাইরে ছেলে পেরারিভালনকে পাশে নিয়ে মা আরপুথাম আম্মাল বলেন, “৩১ বছর ধরে সুবিচারের লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।জামিন একটি অন্তর্বর্তীকালীন স্বস্তি মাত্র। তবে আপনাদের সমর্থনে আমার লড়াই চলতে থাকবে। এই লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না আমার ছেলে-সহ অন্যান্য বন্দিদের মুক্তি হয়।”

আরও পড়ুন-ফের রাষ্ট্রসংঘে রাশিয়া ও ইউক্রেনের কাছে যুদ্ধ থামানোর আর্জি ভারতের

মাত্র ১৯ বছর বয়সে রাজীব হত্যাকাণ্ডে গ্রেফতার হন পেরারিভালন (AG Perarivalan)। ১৯৯৯ সালে তাঁকে মৃত্যদণ্ড দেওয়া হয়। বেল্ট বোমার জন্য ৮ ভোল্টের ব্যাটারি জোগাড় করেছিলেন তিনি। যা দিয়ে পরে রাজীব গান্ধীকে হত্যা করা হয়। ২০১৪ সালে পেরারি এবং মুরুগান ও সান্থনের সাজা কমানো হয়। তাঁদের ক্ষমাভিক্ষার আবেদন দীর্ঘায়িত হওয়ার ফলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এর পর পরই তৎকালীন এআইএডিএমকে সরকার সাত দোষীকে মুক্তির আদেশ দেয়। কিন্তু ২০১৫ সালে পেরারিভালনের আবেদন গ্রহণ করেননি রাজ্যপাল। তবে গত তিন বছর ধরে পেরারিভালনের সুবিচারের জন্য আবেদন করছিলেন তাঁর মা। অবশেষে জেল থেকে ছাড়া পেলেন ছেলে।

আরও পড়ুন-ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকদের আচরণে মেজাজ হারালেন মন্ত্রী মানস ভুঁইয়া



Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version