Tuesday, August 26, 2025

যে কোনও মৃত্যুই দুঃখজনক, দোষীরা শাস্তি পাবে, ঝালদা কাণ্ডে স্পষ্ট জানালেন পার্থ চট্টোপাধ্যায়

Date:

ঝালদা কাণ্ডে ঝালদা থানার আইসি-র বিরুদ্ধে নিহত কাউন্সিলরের স্ত্রী পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন। তিনি অভিযোগ করেন আইসি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই তপন কান্দুকে চাপ দেওয়া হচ্ছিল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। সেই অভিযোগের স্বপক্ষে আবার নতুন করে একটি অডিও ক্লিপ সামনে এসেছে। ক্লিপটি সামনে এনেছেন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু।

অডিও ক্লিপে মিঠুন কান্দু বলেন , “হ্যাঁ কথা হল, বলল তো আমার সঙ্গে কথা হয়েছিল ভিতরে, চেয়ারম্যানশিপটার ব্যাপারে বলছে।” এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তি বলেন, “চেয়ারম্যান হবে না, আমি বলে দিয়েছি ভাইসটা হলে হবে বা বাদ বাকিগুল হবে। চেয়ারম্যান টিএমসির লোগোতে যারা জিতেছে তারাই হবে, তার বাইরে হবে না। আমি তো তোকে প্রথম দিনই বলে দিলাম।’

মিঠুন কান্দু এর উত্তরে জানান, “সকালেও কথা হল, বললাম যে তাহলে কী বলব? জানাচ্ছি বলছে, বলছে আঠেরো তারিখ তো আমাদের বোর্ড গঠন হবে, হোলির পর।’ উত্তর আসে “আমাকে আর একটা দিন টাইম দিন, আমি ভেবে জানাব। ভেবে জানিয়ে এভাবে কিছু লাভ নেই। তুই যদি টাইম পাস একবার আমার সাথে দেখা কর, তোর সামনাসামনি আমি বলে দিচ্ছি আরও ডিটেল। তুই তাহলে এখনই চলে আয় পুরনো থানায়…”

তপন কান্দুর স্ত্রী এসপি-কে লেখা চিঠিতে এই খুনের জন্য ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ এবং তৃণমূল নেতাদের মধ্যে যোগাযোগের কথা বলেছেন। এই নিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি নিজের যুক্তিতে অনড় থাকেন এবং স্পষ্টই জানিয়ে দিলেন,’ রং দেখে বিচার করা হয় না, যে কোনও মৃত্যুই দুঃখের’।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘অডিওটি শুনছি দেখছি আপনাদের কাছে, আমি নিজেই শুনিনি, তাই সেটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানিনা। কিন্তু এটুকু জানি গতকালই যখন ঘটনাটা মানুষের কাছে জানাজানি হয়েছে ওই জেলার এসপি নিজে এগিয়ে এসে বলেছেন যে লিখিত ভাবে জানালে নিশ্চই ব্যাপারটা দেখবো। এর থেকেই প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য সরকার চলছে তা কোনও পক্ষপাতের নয়। রং দেখে বিচার করা হয় না, যেকোন মৃত্যুই দুঃখের। যে কোনও রক্তপাতের ঘটনা আমাদের বেদনা দেয়। আমি নিজে মনে করি যে এতে রং না দেখে পতাকা না দেখে সত্য অনুসন্ধান হবে এবং তদন্তে প্রকাশিত হবে কে দোষী এবং প্রশাসন ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন- রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত বহাল কোভিডের বিধিনিষেধ, দোলের জন্য বিশেষ ছাড়

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version