Sunday, May 18, 2025

গঙ্গার ভাঙন প্রসঙ্গে কেন্দ্রের উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। বিধানসভায় তিনি বলেন, গঙ্গা নদীর ভাঙন নিয়ে কেন্দ্রের এই মনোভাব অপ্রত্যাশিত। তিনি দলমত নির্বিশেষে সকলকে কেন্দ্রের কাছে এই প্রসঙ্গে দাবি রাখার আহ্বান জানান।

তিনি বলেন,” চলুন আগে বাংলাকে বাঁচাই পরে রাজনীতি হবে”। তিনি জানান রাজ্যের একার পক্ষে গঙ্গার এই ভাঙন রক্ষা সম্ভব নয় তার জন্য কেন্দ্রের সাহায্যের প্রয়োজন। গঙ্গার ১২০কিলোমিটার দেখাশোনার দায়িত্ব কেন্দ্রের। কিন্তু সম্প্রতি কেন্দ্রের দাবি তারা কেবল দায়িত্ব নেবে ১৯.৪শতাংশের। ফলে বারংবার বঞ্চনার শিকার হতে হচ্ছে রাজ্যকে।

প্রসঙ্গত গঙ্গানদীর এই ভাঙন রোধ করা না গেলে বাংলার প্রায় ১৬টি গ্রাম ভেসে যাবে। এই ব্যাপারে ২০১৭ সাল থেকে কেন্দ্রকে চিঠি পাঠিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। এবছরও পাঠানো হয়েছে চিঠি কিন্তু এখনও তার কোনো সদুত্তর পাওয়া যায়নি কেন্দ্রের তরফ থেকে।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে এই ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১৮৪টি বাঁধ নির্মাণে সক্ষম হয়েছে রাজ্য তবে এত বড় পরিকল্পনা একার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দরকার কেন্দ্রের সাহায্যের।

গঙ্গার ওপর দিয়ে বড় বড় জলযান যায়, পলি পড়ে আর এই পলি যদি পরিষ্কার করা না যায় তবে গঙ্গার ভাঙন অব্যাহত হয়ে দাঁড়াবে। এই ব্যাপারটি রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। গঙ্গা ভাঙনের জন্য ৮০০ কোটি টাকার পরিকল্পনা পাঠানো হয়েছে কেন্দ্রেকে কিন্তু এখনও সবুজ সংকেত মেলেনি।

আরও পড়ুন- রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত বহাল কোভিডের বিধিনিষেধ, দোলের জন্য বিশেষ ছাড়

 

Related articles

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South...

‘à§­ – à§©à§® – à§«à§«’, উৎপল সিনহার কলম 

মনের নাম মধুমতী আর চোখের নাম আয়না আমি দুহাতে চোখ ঢেকে রাখি মন যেন জানা যায় না ...চোখ দেখলেই নাকি মনের ভাব...

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...
Exit mobile version