Thursday, August 21, 2025

অপেক্ষার অবসান। আজ থেকে দেশজুড়ে শুরু হল ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। কেন্দ্রের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সিদের কেবল কোর্বেভ্যাক্সের টিকাই দেওয়া হবে। ২০১০-এর ১৫ মার্চের আগে যারা জন্মেছে, তারা করোনা টিকা নিতে পারবে। এই পর্যায়ে ভ্যাকসিন পাবে প্রায় ৮৫ কোটি কিশোর-কিশোরী।যদিও পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে না ১২ ঊর্ধ্বদের টিকাকরণ। তবে তার প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আগামী ২-৩দিনের মধ্যেই শুরু হবে ভ্যাকসিনেশন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিকর্তা।

আরও পড়ুন: Cyclone:শিয়রে দুর্যোগ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বলা হয়েছে ওই টিকাকরণ হবে কেবলমাত্র কর্বেভ্যাক্স প্রতিষেধকের মাধ্যমে। বায়োলজিক্যালই সংস্থার এই প্রতিষেধকটির দু’টি ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পরে দ্বিতীয়টি দেওয়া হবে। পাশাপাশি সমস্ত ষাটোর্ধ্ব ব্যক্তিদেরই ‘প্রিকশন’ ডোজ নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম দু’ডোজ টিকা যে সংস্থার নেওয়া হয়েছে, প্রিকশন বা বুস্টার ডোজও সেই সংস্থারই নিতে হবে।


কেন্দ্রের নির্দেশিকা অনুসারে সকল শিশুর টিকাকরণের জন্য কোউইনে নাম নথিভুক্ত করতে হবে। আজ থেকেই কোউইনে আবেদন জানানো যাবে। সেখানে নির্দিষ্ট স্লট বুক করতে পারবেন আবেদনকারী।টিকা যাঁরা দেবেন, তাঁদের নজর রাখতে হবে, আবেদনকারীর বয়স ১২ পেরিয়েছে কি না। যদি কোনও ক্ষেত্রে দেখা যায়, কোউইনে স্লট বুক করা আবেদনকারীর ১২ বছর হয়নি, সে ক্ষেত্রে টিকা দেওয়া যাবে না। নাম নথিভুক্তির সময়ে ওই পরিবারের কোনও সদস্য যাঁর নাম ইতিমধ্যেই কোউইনে নথিভুক্ত রয়েছে, তাঁর অ্যাকাউন্ট থেকেই আবেদন করা যাবে। অথবা কোউইনে নতুন অ্যাকাউন্ট খুলেও নাম নথিভুক্ত ও আবেদন করা যাবে। এ ছাড়া ‘অনসাইট’ রেজিস্ট্রেশন বা টিকাকরণ কেন্দ্রে গিয়েও আবেদন করা যাবে। টিকাকরণ কেন্দ্রে ১২-১৪ বয়সিদের জন্য পৃথক স্থানের বন্দোবস্ত করতে হবে। এবং সংশ্লিষ্ট কেন্দ্রে তার উল্লেখ রাখতে হবে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version