Monday, May 5, 2025

রাশিয়া থেকে তেল কিনলে ইতিহাসে ভুল দিকে থাকবে ভারত: হুমকি আমেরিকার

Date:

যুদ্ধের জেরে রাশিয়ার(Russia) থেকে অপরিশোধিত তেল কেনার পাশাপাশি একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা(America)। বাইডেনের(Joe Biden) পাশাপাশি একই পথে হেঁটেছে বহু দেশ। এই পরিস্থিতিতে গুঞ্জন শুরু হয়েছে রাশিয়া থেকে বিশেষ ছাড়ে তেল কিনতে পারে ভারত। তবে একইসঙ্গে আশঙ্কাও তৈরি হয়েছে নয়াদিল্লির উপরে কি কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা? এবিষয়েই এবার আমেরিকার তরফে নিজেদের অবস্থান স্পষ্ট করা হল। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, এর জন্য ভারতের উপর হয়ত কোনও নিষেধাজ্ঞা জারি হবে না। তবে ভারত(India) যদি এই সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ইতিহাসে ভুল দিকে স্থান হবে নয়াদিল্লির। ফলে সরাসরি না হলেও আমেরিকার তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয় তবে তা মোটেই ভালভাবে নেবে না আমেরিকা।

সম্প্রতি সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকির কাছে জানতে চাওয়া হয় ভারত কি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে? জবাবে তিনি জানান, “আমার মনে হয় না এর ফলে কোনও নিষেধাজ্ঞা জারি হতে পারে। কিন্তু এও মনে হয়, পাশাপাশি এটাও ভাবতে হবে এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে। রাশিয়ার নেতৃত্বকে সমর্থনের অর্থই তাদের আগ্রাসনকেও সমর্থন করা। যে আগ্রাসনের ফলাফল ভয়ংকর।” পাশাপাশি মার্কিন কংগ্রেসের সদস্য ভারতীয় বংশোদ্ভূত অ্যামি বেরা জানান, “রাশিয়া থেকে অতিরিক্ত ছাড়ে ভারতের অপরিশোধিত তেল কেনার যে বিষয়টি প্রকাশ্যে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। যে সময় ইউক্রেনের মানুষের প্রতি বিশ্বের বিভিন্ন দেশ একজোট হচ্ছে এবং রাশিয়ার মারণ হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছে সেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং কোয়াডের একজন নেতা হিসেবে ভারতের এটা দায়িত্ব, যেন কোনও ভাবেই তারা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে পুতিন এবং তাঁর আগ্রাসনকে সমর্থন না করে।

Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...
Exit mobile version