Monday, November 10, 2025

The Kashmir Files: ‘কাশ্মীর ফাইল্‌স’ দেখার জন্য সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি ঘোষণা হিমন্ত বিশ্বশর্মার!

Date:

এই মুহূর্তে দেশ জুড়ে চর্চায় রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস্’(The Kashmir Files)। ভূস্বর্গ কতটা ভয়ঙ্কর তার নেপথ্য কাহিনী যেন ‘দ্য কাশ্মীর ফাইলস্’(The Kashmir Files)। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর() এই ছবি যেন কাশ্মীরের(Kashmir) পণ্ডিতদের উপর ঘটে যাওয়া অন্যায়ের বাস্তব দলিল। মুক্তি পাওয়ার পর থেকেই ছবি সুপারহিট, সর্বত্র ‘হাউস্ফুল’ বোর্ড। এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, গোয়া, ত্রিপুরা, কর্নাটক, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ডে ছবিটি করমুক্ত ঘোষণা করা হয়েছে। এবার সিনেমা দেখার জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himanta Biswa Sarma)।

করোনা পরবর্তীকালে বড় পর্দায় মুক্তি পাচ্ছে বিগ বাজেট ছবি। একের পর এক রেকর্ড গড়েছে, এবার সেই তালিকায় যুক্ত ‘দ্য কাশ্মীর ফাইলস্’(The Kashmir Files)। ছবি নিয়ে আলোচনা সর্বত্র। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে পুলিশকর্মীদের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে। সে রাজ্যের বিজেপি সরকারের ঘোষণা ,যদি পুলিশকর্মীরা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি দেখতে চান তাহলে তাঁরা বিশেষ ছুটি পেতে পারেন। এবার অসমের সরকারের আরও বড় ঘোষণা। এবার সেই রাজ্যের সরকারি কর্মচারীদের এই ছবি দেখার জন্য অর্ধ দিবস ছুটি দেওয়া হবে বলে জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।সেক্ষেত্রে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে বলেই ঘোষণা করা হয়েছে। তবে শুধু ছুটি নিলেই হবে না, সিনেমা যে দেখা হয়েছে তার প্রমাণ দিতে হবে অফিসে। সেক্ষেত্রে যেদিন সিনেমা দেখার জন্য অর্ধদিবস ছুটি নেবেন কোনও সরকারি কর্মী, তার ঠিক পরের দিন সিনেমার টিকিটের অংশ জমা দিতে হবে, তবেই বিশেষ ছুটি মঞ্জুর হবে।

প্রসঙ্গত, মঙ্গলবারই সপার্ষদ ছবিটি দেখেছেন মুখ্যমন্ত্রী। তারপরই তিনি টুইট করে ভূয়সী প্রশংসা করেছেন ছবিটির। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও অসমের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version