Saturday, November 8, 2025

বল হাতে ফের নজির গড়লেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কিন্তু ইংল্যান্ডের (England) কাছে ৪ উইকেটে হেরে চাপে পড়ে গেল ভারত। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেল ভারত (India)। জবাবে ব্যাট করতে নেমে, ৩১.২ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তুলে ম্যাচ জিতে নেন ইংল্যান্ডের মেয়েরা।

তবে দল হারলেও, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ঝুলন (Jhulan Goswami)। এদিন ইংল্যান্ডের ওপেনার ট্যামি বিউমন্টকে আউট করার সঙ্গে সঙ্গে এই নজির গড়লেন তিনি। কিন্তু ঝুলনের কীর্তির দিনে হতাশ করলেন ভারতীয় (India) ব্যাটাররা। আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকানো স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কউরের অবদান যথাক্রমে ৩৫ ও ১৪। রিচা ঘোষ করেন ৩৩ রান। ফের ব্যর্থ মিতালি রাজ (১), দীপ্তি শর্মা (০), যস্তিকা ভাটিয়ারা (৮)। ইংল্যান্ডের (England) স্পিনার চার্লি ডেন মাত্র ২৩ রানে ৪ উইকেট দখল করেন।

রান তাড়া করতে নেমে, মাত্র চার রানেই দুই ওপেনারকে হারিয়েছিল ইংল্যান্ড। যদিও হিদার নাইট (নট আউট ৫৩) এবং ন্যাট সিভারের (৪৫) সৌজন্যে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। তিন উইকেট দখল করেন ভারতের পেসার মেঘনা সিং।

আরও পড়ুন:Mamata: ইডি-সিবিআই-বিজেপি ভাই ভাই: বিধানসভায় বিরোধীদের তুলোধনা মুখ্যমন্ত্রীর

এই হারের ফলে চাপ বাড়ল মিতালিদের। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে ভারত। শেষ তিনটে ম্যাচে ভারতকে খেলতে হবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেমিফাইনালে ওঠার জন্য এই তিনটে ম্যাচের অন্তত দু’টিতে জিততেই হবে মিতালিদের।

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version