Friday, August 22, 2025

রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে সরাসরি ১০২টিতে জয়লাভ করে বোর্ড গঠন করেছে শাসক দল তৃণমূল(TMC)। বাকি ৬টির মধ্যে নদিয়ার তাহেরপুরের(Taherpur) দখল নিয়েছে বামেরা, দার্জিলিং গিয়েছে হামরো পার্টির(Hamro Party) দখলে। আর চারটি পুরসভা ত্রিশঙ্কু হয়েছিল। ত্রিশঙ্কুর মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা(Egra Municipality।

সেই ত্রিশঙ্কু এগরা এবার দখলে নিয়ে বোর্ড গড়ল তৃণমূল। বিজেপিকে (BJP)৭-‌৫ ব্যবধানে হারিয়ে জয়ী হল ঘাসফুল শিবির। এগরা পুরসভায় মহাকুমা শাসকের উপস্থিতিতে ১৪ জনের মধ্যে ১২ জন কাউন্সিলর ভোটাভুটিতে অংশগ্রহণ করেন। একজন কংগ্রেস ও একজন নির্দল কাউন্সিলর ভোটদান থেকে বিরত থাকেন। সাতজন কাউন্সিলর তৃণমূলের স্বপন নায়েককে চেয়ারম্যান হিসেবে সমর্থন করেন। অন্যদিকে, বিজেপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী দেবব্রত করন পান পাঁচটি ভোট।

প্রসঙ্গত, এগরা পুরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে সাতটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। পাঁচটিতে জয়ী হয়েছিল বিজেপি। ম্যাজিক ফিগার ছিল আট। যার ফলে ত্রিশঙ্কু হয়ে যায় এই পুরসভা। তবে ভোটাভুটির অঙ্কে জয় হল শাসক দলেরই।

পুরভোটে রাজ্যের চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় ছিল৷ এগরা ছাড়াও ঝালদা, চাঁপদানি ও বেলডাঙায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই৷ পুরুলিয়ার ঝালদায় ১২টির মধ্যে পাঁচটি আসনে জয় পায় তৃণমূল, মুর্শিদাবাদের বেলডাঙায় ১৪টির মধ্যে সাতটিতে জয়ী হয় শাসক দল৷ হুগলির চাঁপদানিতেও ২২টি আসনের মধ্যে এগারোটিতে জয়ী হয় তৃণমূল৷ এই পুরসভায় দশটি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থীরা৷ এগরার পর বাকি তিন ত্রিশঙ্কু পুরসভার তৃণমূলের দখলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version