Wednesday, November 5, 2025

চিনে ফের করোনার বাড়বাড়ন্ত, দেশে কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের

Date:

চিনে (China) আবার করোনার (Coronavirus) বাড়বাড়ন্ত। ইতিমধ্যেই ১০ টি শহরে লকডাউন ঘোষণা করেছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিন (China) ছাড়া আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ইজরায়েলেও ওমিক্রনের (Omicron) নয়া ভ্যারিয়েন্টের (Coronavirus) দাপটে সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়েছে। একাধিক দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে উদ্বিগ্ন কেন্দ্রও। দেশে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।

বুধবারের ওই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আধিকারিকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। করোনা রুখতে কড়া নজরদারি জরুরি একথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) করার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিধানসভার ইতিহাসে এই ঘটনা ঘটেনি: বিধানসভায় বিরোধীদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার

জানা গিয়েছে, বৈঠকে করোনা মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা নিয়েও আলোচনা করা হয়। আগামী ২৭ মার্চ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার কথা ছিল। এখনও অবধি সেই সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনা হয়নি বলেই জানা গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। গতকাল আক্রান্তের সংখ্যাটা আজকের থেকে সামান্য বেশি ছিল। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ১৩২ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০ হাজার ৭৯৯ জন। সক্রিয় রোগীর হার কমে দাঁড়িয়েছে ০.০৭ শতাংশে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫৪ হাজার ৫৪৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ৪৯১ জন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।



Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version