Saturday, November 15, 2025

Hong Kong: মর্গে জায়গা নেই, এবার কন্টেনারে রাখা হচ্ছে কোভিডের মৃতদেহ

Date:

সারি সারি মৃতদেহ, চারিদিকে শুধু একই ছবি। উপচে পড়ছে মর্গ (Morgue), দেহ রাখার জায়গা নেই কোথাও। কফিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না।মর্গে (Morgue)একের পর এক কোভিড (Covid19)রোগীর মৃতদেহ আতঙ্ক বাড়াচ্ছে কর্মীদেরও। মৃত্যুর সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বুধবার সবথেকে হতবাক করা দৃশ্য দেখা যায় ফু শান (Fu Shan)মর্গের সামনে। সেখানে ট্রাক থেকে মৃতদেহ নামিয়ে কন্টেনারে (Container)ভরা হয়। এই ছবি দেখে শিউরে উঠছে বিশ্ব।

ওমিক্রনের (Omicron) দাপট বাড়ছে সর্বত্র। সংক্রমণ ছড়ানোর পর গত তিন মাসে হংকঙয়ে ১০ লক্ষের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ৪৫০০ ছাড়িয়েছে। উপচে পড়ছে মর্গ, কম পড়ছে কফিন। অগত্যা কন্টেনারে রাখা হচ্ছে কোভিডের মৃতদেহ। শুধু ফু শান-ই নয়, শহর জুড়ে প্রায় প্রতিটি মর্গেই এক ছবি। কোথাও আর মরদেহ রাখার জায়গা নেই। সে দেশের স্বাস্থ্য আধিকারিকরা বলছেন মৃত্যুর হার বয়স্কদের মধ্যে অনেকটাই বেশি। এঁদের মধ্যে বেশির ভাগই টিকা নেন নি বলেই প্রশাসন সূত্রে খবর।

একদিকে পিপিই কিট পরে মরদেহ ঠিক ভাবে রাখতে ব্যস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। মর্গে জায়গা না থাকায় মরদেহ রাখার জায়গা না থাকায় এ বার শীতাতপ নিয়ন্ত্রিত শিপিং কন্টেনারে দেহ রাখার ব্যবস্থা করছে হংকং প্রশাসন। বুধবারই ট্রাক থেকে এক এক করে মরদেহ নামিয়ে কন্টেনারে ভরতে দেখা গেছে। পাশাপাশি সৎকার কাজের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর দাবি, মৃতের সংখ্যা যে হারে দ্রুতগতিতে বাড়ছে সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে এবার কফিনের সংখ্যাতেও টান পড়ছে। প্রয়োজন অনুযায়ী কফিন নেই। ইতিমধ্যেই দু’টি বড় জাহাজে করে কফিন নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন হংকঙের প্রশাসনিক প্রধান ক্যারি ল্যাম। পাশাপাশি মৃতের পরিবারের যাতে সৎকারে কোনও সমস্যা না হয় প্রশাসনের পক্ষ থেকে সেদিকেও নজর রাখা হচ্ছে। চিনের ভয়াবহ পরিস্থিতির জেরে একাধিক শহরে লকডাউন জারি করা হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম এর উপর জোর দিয়েছে প্রশাসন।

 

Related articles

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার...

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

  ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ...

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...
Exit mobile version