Wednesday, November 12, 2025

রাজ্য সম্পাদকের দায়িত্ব নিয়ে সেলিমের গলায় তারুণ্যের জয়গান, রেড ভলেন্টিয়ার নিয়ে নয়া ভাবনা

Date:

রাজ্য কমিটির বৈঠকে সিপিএমের(CPIM) রাজ্য সম্পাদকের দায়িত্ব উঠেছে পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের(MD Salim) কাঁধে। দলের রাশ হাতে নেওয়ার পরই সাংবাদিক বৈঠকে সেলিমের গলায় শোনা গেল তারুণ্যের জয়গান। শুধু তাই নয়, করোনাকালে রীতিমত যুদ্ধে নামা রেড ভলেন্টিয়ারদের(Red volunteer) জন্য দল নতুন করে ভাবনা চিন্তা করছে বলেও এদিন জানান নয়া রাজ্য সম্পাদক।

সাংবাদিক বৈঠকে রেড ভলেন্টিয়ারদের ভূয়শী প্রশংসা করে মহম্মদ সেলিম বলেন, “এ রাজ্যে যৌবন স্পর্ধা দেখিয়েছে। তরুণদের সামনের সারিতে নিয়ে আসা হবে। কোভিড মহামারী পর্বে যখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একে অপরের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত তখন মানবিক ভূমিকা নিয়েছে আমাদের রেড ভলান্টিয়াররা। তাঁদের এবার পার্টির তরফে বিশেষ প্রশিক্ষণ দেব আমরা। লড়াই সংগ্রামের জন্য তাঁদেরকে তৈরি করতে হবে। তাঁরাই পরবর্তীতে আন্দোলন এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুন:রাজ্য ভাগের চক্রান্ত কখনই সফল হতে দেওয়া হবে না, বিধানসভায় বিজেপিকে ধুয়ে দিলেন চন্দ্রিমা

শুধু তাই নয় আগামী দিনে দলের রূপরেখা কি হবে সে প্রশ্ন উঠতে সেলিম বলেন, ১৬ দফা কর্মসূচি গৃহীত হয়েছে পার্টির রাজ্য সম্মেলনে। প্রতিটি ক্ষেত্রে তারুণ্যে বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি পক্ককেশী নেতাদের বাদ পড়া প্রসঙ্গে সিপিএমের প্রাক্তন সংসদ বলেন, “গণতান্ত্রিক নিয়মের পার্টি চলে। ফলে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে সরে গিয়েছে প্রবীণ নেতারা। বদলে এসেছে একঝাঁক তরুণ মুখ।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version