Sunday, November 9, 2025

রাজ্য সম্পাদকের দায়িত্ব নিয়ে সেলিমের গলায় তারুণ্যের জয়গান, রেড ভলেন্টিয়ার নিয়ে নয়া ভাবনা

Date:

রাজ্য কমিটির বৈঠকে সিপিএমের(CPIM) রাজ্য সম্পাদকের দায়িত্ব উঠেছে পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের(MD Salim) কাঁধে। দলের রাশ হাতে নেওয়ার পরই সাংবাদিক বৈঠকে সেলিমের গলায় শোনা গেল তারুণ্যের জয়গান। শুধু তাই নয়, করোনাকালে রীতিমত যুদ্ধে নামা রেড ভলেন্টিয়ারদের(Red volunteer) জন্য দল নতুন করে ভাবনা চিন্তা করছে বলেও এদিন জানান নয়া রাজ্য সম্পাদক।

সাংবাদিক বৈঠকে রেড ভলেন্টিয়ারদের ভূয়শী প্রশংসা করে মহম্মদ সেলিম বলেন, “এ রাজ্যে যৌবন স্পর্ধা দেখিয়েছে। তরুণদের সামনের সারিতে নিয়ে আসা হবে। কোভিড মহামারী পর্বে যখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একে অপরের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত তখন মানবিক ভূমিকা নিয়েছে আমাদের রেড ভলান্টিয়াররা। তাঁদের এবার পার্টির তরফে বিশেষ প্রশিক্ষণ দেব আমরা। লড়াই সংগ্রামের জন্য তাঁদেরকে তৈরি করতে হবে। তাঁরাই পরবর্তীতে আন্দোলন এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুন:রাজ্য ভাগের চক্রান্ত কখনই সফল হতে দেওয়া হবে না, বিধানসভায় বিজেপিকে ধুয়ে দিলেন চন্দ্রিমা

শুধু তাই নয় আগামী দিনে দলের রূপরেখা কি হবে সে প্রশ্ন উঠতে সেলিম বলেন, ১৬ দফা কর্মসূচি গৃহীত হয়েছে পার্টির রাজ্য সম্মেলনে। প্রতিটি ক্ষেত্রে তারুণ্যে বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি পক্ককেশী নেতাদের বাদ পড়া প্রসঙ্গে সিপিএমের প্রাক্তন সংসদ বলেন, “গণতান্ত্রিক নিয়মের পার্টি চলে। ফলে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে সরে গিয়েছে প্রবীণ নেতারা। বদলে এসেছে একঝাঁক তরুণ মুখ।”

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version