Sunday, May 4, 2025

রাজ্য সম্পাদকের দায়িত্ব নিয়ে সেলিমের গলায় তারুণ্যের জয়গান, রেড ভলেন্টিয়ার নিয়ে নয়া ভাবনা

Date:

রাজ্য কমিটির বৈঠকে সিপিএমের(CPIM) রাজ্য সম্পাদকের দায়িত্ব উঠেছে পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের(MD Salim) কাঁধে। দলের রাশ হাতে নেওয়ার পরই সাংবাদিক বৈঠকে সেলিমের গলায় শোনা গেল তারুণ্যের জয়গান। শুধু তাই নয়, করোনাকালে রীতিমত যুদ্ধে নামা রেড ভলেন্টিয়ারদের(Red volunteer) জন্য দল নতুন করে ভাবনা চিন্তা করছে বলেও এদিন জানান নয়া রাজ্য সম্পাদক।

সাংবাদিক বৈঠকে রেড ভলেন্টিয়ারদের ভূয়শী প্রশংসা করে মহম্মদ সেলিম বলেন, “এ রাজ্যে যৌবন স্পর্ধা দেখিয়েছে। তরুণদের সামনের সারিতে নিয়ে আসা হবে। কোভিড মহামারী পর্বে যখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একে অপরের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত তখন মানবিক ভূমিকা নিয়েছে আমাদের রেড ভলান্টিয়াররা। তাঁদের এবার পার্টির তরফে বিশেষ প্রশিক্ষণ দেব আমরা। লড়াই সংগ্রামের জন্য তাঁদেরকে তৈরি করতে হবে। তাঁরাই পরবর্তীতে আন্দোলন এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুন:রাজ্য ভাগের চক্রান্ত কখনই সফল হতে দেওয়া হবে না, বিধানসভায় বিজেপিকে ধুয়ে দিলেন চন্দ্রিমা

শুধু তাই নয় আগামী দিনে দলের রূপরেখা কি হবে সে প্রশ্ন উঠতে সেলিম বলেন, ১৬ দফা কর্মসূচি গৃহীত হয়েছে পার্টির রাজ্য সম্মেলনে। প্রতিটি ক্ষেত্রে তারুণ্যে বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি পক্ককেশী নেতাদের বাদ পড়া প্রসঙ্গে সিপিএমের প্রাক্তন সংসদ বলেন, “গণতান্ত্রিক নিয়মের পার্টি চলে। ফলে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে সরে গিয়েছে প্রবীণ নেতারা। বদলে এসেছে একঝাঁক তরুণ মুখ।”

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version