Friday, August 22, 2025

উচ্চমাধ্যমিকের নয়া সূচি ঘোষণা, কেন ৫ রাজ্যের সঙ্গে উপনির্বাচন নয়? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

বালিগঞ্জ ও আসানসোল দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য পরিবর্তন করা হল উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি। ১২ এপ্রিল উপনির্বাচনের দিন পিছনোর আর্জি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্য। কিন্তু তাতে কর্ণপাত করেনি তারা। এরপরেই উচ্চমাধ্যমিকের (Higher Secondary) নয়া সূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫ রাজ্যের নির্বাচনের সঙ্গে উপনির্বাচন হলে এই সমস্যা হত না বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রথমেই মুখ্যমন্ত্রী বলেন, বারবার উচ্চমাধ্যমিকের সূচি বদল করতে বাধ্য হচ্ছে সরকার। উপনির্বাচন ছাড়াও রয়েছে জয়েন্ট এন্ট্রাস মেন (JEE Main) এবং পয়লা বৈশাখ-সহ বিভিন্ন কারণে দোসরা এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হলেও মধ্যে বেশ কিছুদিন পরীক্ষা বন্ধ রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বলার পরেও নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন বদলায়নি। মমতা অভিযোগ করেন, বিজেপি-র কথাতেই এই নির্বাচন করছে কমিশন। সদ্য ৫ রাজ্যের নির্বাচন হল। সেই সময়ই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেলে এই সমস্যা হত না। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, মানিকতলা কেন্দ্রেও সাধন পাণ্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন করেত হবে। অথচ এই নির্বাচনের সঙ্গে সেখানকার ভোটগ্রহণের দিন ঘোষণা হল না বলে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:সিপিএমের রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম, বাদ পড়লেন ‘পক্বকেশী’ বিমান-সূর্যরা

এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৩৯৫৮৮ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৩৩৪৪০০ জন, ছাত্রীর সংখ্যা ৪০৫১৮৮ জন। উপনির্বাচন ও ১ বৈশাখের জন্য ৫ থেকে ১৫ এপ্রিল কোনও পরীক্ষা হবে না। আবার ২৪ ও ২৫ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকছে না।
একনজরে উচ্চমাধ্যমিক পরীক্ষার নয়া সূচি:

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version