বিস্ফোরক তথ্য: পেগাসাস কেনার প্রস্তাব প্রত্যাখান করে রাজ্য: ফের জানালেন মুখ্যমন্ত্রী

রাজনৈতিক কারণে পেগাসাসের ব্যবহার কাম্য নয়, জানালেন মমতা।

৪-৫ বছর আগে পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল রাজ্য পুলিশের কাছে। ২৫ কোটি টাকায় বিক্রি করতে চায়। কিন্তু সেই যন্ত্র প্রয়োজন নেই বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, নবান্নে এই বিস্ফোরক তথ্য জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, যন্ত্র বিক্রির জন্য সবার কাছেই এসেছিল। রাজ্য পুলিশের কাছেও প্রস্তাব দিয়েছিল পেগাসাস (Pegasus)। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেন মমতা।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, পেগাসাস যদি দেশদ্রোহিতার বা নিরাপত্তার কারণে ব্যবহৃত হত তাহলে অন্য কথা। কিন্তু এটা রাজনৈতিক কারণে ব্যবহৃত হচ্ছে। বিচারক থেকে থেকে শুরু করে সরকারি আমলাদের ফোনে আড়ি পাতা হচ্ছে। সেটা কখনই কাম্য নয় বলে মন্তব্য করেন মমতা।