Monday, November 10, 2025

‘ মা ‘ হতে পারেন ৮৪ বছরের বৃদ্ধ! রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ

Date:

কথায় আছে মা হওয়া কি মুখের কথা? কিন্তু ধরুন একজন পুরুষ যদি মা হওয়ার জন্য শারীরিক ভাবে সক্ষম হন? আবার ধরুন সেই পুরুষ যদি হন ৮৪ বছরের বৃদ্ধ ( 84 years old man)? কি সব তালগোল পাকিয়ে গেল তো? তাহলে এই প্রতিবেদনটি পড়ুন। পিঠের ব্যাথায় ভুগতে থাকায় ৮৪ বছরের বৃদ্ধের(84 years Old man) পেটের ছবি প্রকাশ্যে নিয়ে এল বড়ই অদ্ভুত এক ঘটনা।

বৃদ্ধের নাম অমিয় চক্রবর্তী, বাড়ি মালদা জেলায়।বেশ কিছুদিন ধরে পিঠের ব্যথার সমস্যায় ভুগছিলেন। শেষমেষ চিকিৎসকের দ্বারস্থ হন। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক (Homeopathy doctor) শান্তনু দাস( Santanu Das) তাঁকে দেখার পর, কিডনির পরীক্ষা করার পরামর্শ দেন। সেই কথা মেনে ডায়াগনোস্টিক সেন্টারে (Sonoscan Centre)গিয়েছিলেন ৮৪ বছরের অমিয় চক্রবর্তী (Amiya Chakraborty)। সেখান থেকে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসককে দেখাতেই চক্ষু চড়কগাছ ! এও কি সম্ভব?   রিপোর্টে লেখা আছে যে ৮৪ বছর পুরুষের শরীরে রয়েছে নাকি ডিম্বাশয় ও জরায়ু! রিপোর্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

Uttarakhand: ৪০০ বছর আগের অভিশাপের আতঙ্কে হোলি খেলেন না গ্রামবাসীরা! 

ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। এভাবে ভুয়োরিপোর্ট দেওয়ার অভিযোগ ওঠায়,ওই ডায়াগনোস্টিক সেন্টারের তরফ থেকে বলা হয়েছে , প্রিন্টিং মিসটেকের কারণেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সংশোধন করা হবে ।কিন্তু এই ঘটনার জেরে অনেকেই চিকিৎসা ব্যবস্থার দিকেও আঙুল তুলতে শুরু করেছেন।  এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন বিষয়টির দিকে তাঁরা নজর রাখছেন। তদন্ত করে দেখা হচ্ছে, যদি ঘটনার সত্যতা প্রমাণিত হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহন করা।

যাঁকে ঘিরে এত কাণ্ড সেই অমিয় বাবু হতবাক।তাঁর দাবি অবিলম্বে  প্রশাসনের কঠোর ব্যবস্থা নিক। অন্যদিকে চিকিৎসক শান্তনু দাস জানান, চিকিৎসা হয় রিপোর্টের ভিত্তিতে ,আর সেখানে যদি এসব ভুল রিপোর্ট দেওয়া হয় তাহলে পরবর্তীতে বড় সমস্যা হতে পারে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version