Wednesday, August 27, 2025

বারবার বদলেছে পরীক্ষার সূচি( Examination Routine), অবশেষে পাওয়া গেছে পরীক্ষার রুটিন। কিন্তু মাস দেড়েক ধরে পরীক্ষা চললে আবার করোনার(Corona) করাল কাঁটা বিপত্তি ঘটাবে না তো? ঠিক এই দোলাচলে এখন আইএসসি পরীক্ষার্থীরা।

নতুন সূচি অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার তারিখ ধার্য হয়েছে ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১ ও ৪ মে। যাতে সমস্যা না হয় তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে এই দিনগুলিতে আইএসসি পরীক্ষা রাখা হয়নি। এমনিতেই জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর সূচি পাল্টানোর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি পিছিয়ে গিয়েছে। পাশাপাশি  আইএসসি এর পরীক্ষার সূচিতে এসেছে বদল। ২৫ এপ্রিল নয় পরীক্ষা শুরু ২৬ তারিখে, শেষ হচ্ছে ১৩ জুন। পরীক্ষার্থীদের কেউ কেউ বলছেন দেড় মাসেরও বেশি হয়ে যাওয়ায় অনেকটাই দীর্ঘায়িত হল পরীক্ষার সূচি। আর এখানেই প্রশ্ন যেভাবে করোনা নতুন রূপ নিয়ে দাপট দেখাতে শুরু করেছে তাতে নির্বিঘ্নে পরীক্ষা হবে তো? কারও মনে প্রশ্ন, করোনা আবার বাড়লে অফলাইন পরীক্ষা ফের বাতিল হয়ে যাবে না তো?’

 

যদিও অধিকাংশই মনে করছেন, মার্চে দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা না হয়ে শাপে বর হয়েছে। কারণ, প্রথম সিমেন্টার হয়েছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। তার পরপরই মার্চে দ্বিতীয় সিমেস্টার হলে পাঠ্যক্রমই শেষ হত না।কিন্তু করোনা এত কথা বুঝবে তো? যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।


 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version