Russia-ukraine: রুশ মিসাইলে মৃত্যু ইউক্রেনের ব্যালে তারকা আর্টিওমের

রাশিয়ার ছোড়া মিসাইলের আঘাতে মৃত্যু হল ইউক্রেনের ব্যালে তারকা আর্টিওম দাকশিলের । বেশ কয়েকদিন আগেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছিলেন ওই ব্যালে তারকা। সেসময় এই তারকা নিজের বাড়িতেই ছিলেন। বাড়ির ভিতরে থাকা অবস্থাতেই গুরুতরভাবে জখম হন তিনি। সঙ্কটজনক শারীরিক অসুস্থতা নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হল ৪৩ বছরের এই শিল্পীর।

 

এই ব্যালে তারকা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি । এদিনও জেলেনস্কি দেশবাসীর প্রতি বার্তা দিয়েছেন। এই সঙ্কটময় পরিস্থিতিতে সকলকে শক্তি ও সাহস সঞ্চয় করতে বলেছেন।