Sunday, November 9, 2025

মাত্র তিন মিনিটে একসঙ্গে ৮০০ কর্মীকে ছাঁটাই করল ব্রিটেনের একটি জাহাজ সংস্থা। জানা গিয়েছে ব্রিটেনের প্রথম সারির একটি জাহাজ সংস্থা পি অ্যান্ড ও ফেরিজ ( P&o ferries)  জুম মিটিং-এ ৮০০ জন কর্মীকে যুক্ত করে। সেখানেই জানিয়ে দেওয়া হয় যে, তাদের কাউকেই আর সংস্থায় প্রয়োজন নেই । আজই তাদের শেষ দিন। ৮০০ জনকে একসঙ্গে চাকরি থেকে বের করে দেওয়া হয়।

এর আগে বেটার ডট কম সংস্থার সিইও বিশাল গর্গও ৩ মিনিটে ৯০০ কর্মীকে জুম মিটিংয়ে ডেকে ছাঁটাই করেছিলেন। সেই সময়ও ওই খবরে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত বেটার ডট কম ওই ৯০০ কর্মীর মধ্যে কাউকেই ফিরিয়ে নেয়নি। তাই সমালোচনার ঝড় উঠলেও এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটবে না এমনটা ধরেই নেওয়া যায়।

 

 

অভিযোগ উঠেছে ওই সংস্থা তার কর্মীদের আগাম কিছু না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে যায় সংস্থাটি। পি অ্যান্ড ও ফেরিজ -এর নামে নিন্দার ঝড় ওঠে । ঘটনাটি ঘটেছে গত ১৭ মার্চ । প্রথমেই এই খবরটি গোপনই ছিল। কিন্তু পরে তা জানাজানি হয়ে যায় । আর খবরটি চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় সংস্থার এহেন আচরণে নিন্দার ঝড় উঠেছে।

যদিও পি অ্যান্ড ও ফেরিজ দাবি করেছে যে, তারা এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে সে ব্যাপারে কর্মীদের আগাম জানানো হয়েছিল। ওই সংস্থাটি আরও জানিয়েছে , গত দু’বছরে ২০ কোটি পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছে। তাই কোম্পানিকে বাঁচাতে গেলে ৮০০ কর্মীকে ছাঁটাই করা ছাড়া আর কোনও উপায় ছিল না।ওই সংস্থার দাবি সংশ্লিষ্ট ৮০০ কর্মীকে ই মেইল, কুরিয়ার , হোয়াটসঅ্যাপ মেসেজ সবকিছু জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই কর্মীরা নাকি সেইখবরে গুরুত্ব দিতে চাননি।

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version