Thursday, December 18, 2025

বাংলাদেশের বাঙালি হিন্দুদের উৎখাত নিয়েও ছবি হোক, দ্য কাশ্মীর ফাইলস দেখে সরব তসলিমা

Date:

Share post:

সিনেমা জগৎ তো বটেই জাতীয় রাজনীতিতেও রীতিমতো সরগরম দ্য কাশ্মীর ফাইলস(The Kashmir files)। নব্বইয়ের দশকে কিভাবে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল তারই বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। মাত্র ৮ দিনেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা। ছবিটির প্রশংসায় সরব হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সিনেমা দেখার পর এবার নিজের মতামত ব্যক্ত করলেন লেখিকা তসলিমা নাসরিন(Taslima Nasreen)।

সিনেমাটি দেখার পর শুক্রবার টুইটারে তিনি লেখেন, “দ্য কাশ্মীর ফাইলস দেখলাম। যদি ছবিটির গল্প ১০০ শতাংশ সত্যি হয়, কোনও বাড়তি রং না থাকে, অর্ধসত্য কাহিনি না হয়, তাহলে সত্যিই অত্যন্ত কষ্টের কাহিনি। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। তবে আমি বুঝি না, কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কোনও ছবি তৈরি হয়নি।” যদিও এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধিরা। তাদের অভিযোগ অর্ধসত্য দেখানো হয়েছে সিনেমাটিতে। শুধু তাই নয় অনেকেই এটিকে নরেন্দ্র মোদির প্রচারমূলক ছবি বলেও দাবি করেছেন। এই পরিস্থিতিতে দ্য কাশ্মীর ফাইলসের সঙ্গে বাঙালি হিন্দুদের যোগসুত্র টেনে তসলিমার এই মন্তব্য নতুন করে সাড়া ফেলে দিয়েছে।

আরও পড়ুন:Russia-ukraine: রুশ মিসাইলে মৃত্যু ইউক্রেনের ব্যালে তারকা আর্টিওমের

উল্লেখ্য, ১৯৭১ সালে বাঙালি উৎখাত নিয়ে উত্তাল হয়েছিল বাংলাদেশ। পাকিস্তানি সেনা ওই সালে লক্ষ লক্ষ হিন্দুদের হত্যা করে, ধর্ষণ করে। জগন্নাথ হলে একরাতে ১০ হাজার হিন্দুকে মেরে ফেলা হয়েছিল। এই গণহত্যা চলেছিল ১০ মাস ধরে। যেখানে ২০ থেকে ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও ইসলামিক কট্টরপন্থীরা হিন্দুদের উৎখাতের প্রক্রিয়া চালিয়ে গিয়েছিল। সেই কলঙ্কিত ইতিহাসই ছবি হিসেবে তুলে ধরার আরজি জানালেন তসলিমা।

spot_img

Related articles

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...

MGNREGA-র নাম বদল নিয়ে কেন্দ্রের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, গান্ধীজির নামে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম

বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও লোকসভায় যেদিন পাশ হল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ...