Saturday, November 29, 2025

El Clasico: এল ক্লাসিকোয় দুরন্ত জয় বার্সেলোনার

Date:

Share post:

এল ক্লাসিকোয় (El Clasico)দুরন্ত জয় পেল এফসি বার্সেলোনা(FC Barcelona)। রবিবার রাতে স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে (Real Madrid)৪-০ গোলে হারাল কাতালানরা। বার্সার হয়ে জোড়া গোল আউবামেয়াং-এর। একটি করে গোল করেন রোনাল্ড আরাউজো ও ফেরান তোরেস।

একেই বলে প্রতিশোধ। রবিবার রাত যেন ছিল অনেক কিছু ফিরিয়ে দেওয়ার। জবাব দেওয়ার।রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে যেন সেই লক্ষ‍্যে নেমেছিল বার্সেলোনা। যার ফল স্বরূপ ৯০ মিনিট পর ফলাফল দাঁড়াল ঠিক এই রকম বার্সেলোনা-৪ রিয়াল মাদ্রিদ-০। রবিবার রাতে কোনভাবেই ম‍্যাচে ফিরতে পারল না লিগ শীর্ষে থাকা রিয়াল। এই জয়ের ফলে রিয়ালের বিরুদ্ধে হারের খরা কাটাল বার্সা। টানা ৫ ম্যাচে হারের পরে জয়ের মুখ দেখল কাতালান ক্লাব।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় বার্সা। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে দেম্বেলের পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন আউবামেয়াং। ৩৮ মিনিটে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেন আরাউজো। এক্ষেত্রেও গোলের পাস বাড়িয়ে দেন দেম্বেলে। সান্তিয়াগো বের্নাবাউতে বেঞ্জেমা না থাকায় আগে থেকেই চাপে ছিল রিয়াল। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় রিয়াল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফল থাকে ২-০।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় বার্সা।দ্বিতীয়ার্ধে মাদ্রিদের ঘাড়ে আরও একজোড়া গোল চাপিয়ে দেয় তারা। ৪৭ মিনিটে আউবামেয়াংয়ের পাস থেকে গোল করে বার্সাকে ৩-০ এগিয়ে দেন তোরেস। ৫৪ মিনিটে এবার তোরেসের পাস থেকে গোল করেন আউবামেয়াং। এরপর আক্রমণে গেলেও কোনও দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচ শেষ হয় ৪-০ গোলে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...