Wednesday, August 27, 2025

শান্তি আলোচনা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি জেলেনস্কির

Date:

দিনে দিনে যুদ্ধপরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করেছে ইউক্রেনে। রাশিয়ার হামলায় কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এই দেশ। এহেন পরিস্থিতিতে ফের একবার রাশিয়াকে আলোচনার টেবিলে আসার আবেদন জানিয়েছেন ইউক্রেনের(Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই শান্তি আলোচনা যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ(Third worldwar) শুরু হবে।

 

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশ ঠেকানো নিয়ে নিজের মত প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, “আলোচনার মাধ্যমেই ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশ বন্ধ করতে চান তিনি। একইসঙ্গে তিনি বলেন, এই আলোচনা যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বাধ্য। এছাড়াও তিনি বলেন, পুতিনের সঙ্গে আলোচনার জন্য আমি রাজি। গত দু’বছর থেকে আমি আলোচনা চালানোর চেষ্টা করছি। আমি মনে করি আলোচনা ছাড়া এই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। আমার মনে হয় আলোচনা চালানোর জন্য এবং বিশেষ করে পুতিনের সঙ্গে কথা বলার জন্য সমস্ত সম্ভব চেষ্টা করা উচিত। কিন্তু এই চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।”

আরও পড়ুন:Amir khan : দ্য কাশ্মীর ফাইলস প্রত্যেক ভারতীয়র দেখা উচিত , বললেন আমির

তবে আলোচনা চললেও আত্মসমর্পণের কোনও প্রশ্ন নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ শেষ করার স্বার্থে প্রয়োজনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতেও আপত্তি নেই তাঁর। তবে ইউক্রেন প্রেসিডেন্টের একটি শর্ত আছে। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া যদি মনে করে তাদের মদতপুষ্ট ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী এলাকাকে ইউক্রেনের সরকার স্বাধীন বলে ঘোষণা করবে, তবে সেই ইচ্ছে পূরণ হবে না। এই সংক্রান্ত কোনও বোঝাপোড়াতে আসবে না ইউক্রেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version