সুইস ওপেন ( Swiss Open) থেকে সরে দাঁড়ালেন সদ্য অল ইংল্যান্ড ওপেনের (All England Open Badminton Championship) রানার-আপ লক্ষ্য সেন (Lakshya Sen)। টানা খেলার ধকলে ক্লান্ত তিনি। তাই সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন লক্ষ্য। তবে লক্ষ্য সরে দাঁড়ালেও, খেলবেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্তরা।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সুইস ওপেন। সেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন লক্ষ্য। আপাতত বিশ্রাম চান তিনি। গত দু’সপ্তাহ টানা খেলে ক্লান্ত ২০ বছরের এই ভারতীয় শাটলার। ক্লান্তি কাটিয়ে আবার কোর্টে ফিরতে চান তিনি। যাতে নিজের পারফরম্যান্সে ১০০ শতাংশ দিতে পারেন লক্ষ্য। উল্লেখ্য, জীবনের সেরা ছন্দে রয়েছেন তিনি। সম্প্রতি অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য। কিন্তু ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ১০-২১, ১৫-২১ গেমে হেরে যান তিনি।
আরও পড়ুন:India Team: আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ২৫ জনের ভারতীয় দল ঘোষণা করলেন ইগর স্টিমাচ
