Wednesday, December 3, 2025

জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা, মেট্রোর দেওয়ালে কিংবদন্তি সত্যজিতের ম্যুরাল

Date:

Share post:

‘ডোনেট এ ওয়াল’। জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধায়-স্মরণে প্রবাদপ্রতীম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সোমবার কলকাতা মেট্রোর এক স্টেশনের “ভারত রত্ন” কিংবদন্তি বাঙালি পরিচালকের একটি ম্যুরাল উদ্বোধন করা হয়। ‘ডোনেট এ ওয়াল’-এর উদ্যোক্তারা সত্যজিৎ-এর নিজের শহর কলকাতায় একটি দেওয়াল চিত্র তৈরি করার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। এবং সত্যজিৎ স্মরণে তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মেট্রো কর্তৃপক্ষ টালিগঞ্জ অঞ্চলে ভবানী সিনেমা হল সংলগ্ন রবীন্দ্র সরোবর মেট্রোর একটি দেওয়াল ব্যবহারের অনুমতি দেয়। সেখানেই এই ম্যুরাল তৈরি করা হয়েছে।

এমন অভূতপূর্ব দেওয়াল চিত্র প্রসঙ্গে কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানিয়েছেন, মুম্বইয়ের স্টার্ট ফাউন্ডেশন নামে একটি সর্বভারতীয় সংস্থা গোটা দেশে বিভিন্ন শহরের দেওয়ালে সেখানকার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরম্পরা রেখে সাজানোর কাজ করছে। কলকাতায় তারা বিশ্ব বরেণ্য সত্যজিৎ রায়ের ম্যুরাল করার ইচ্ছাপ্রকাশ করে। চিত্র পরিচালকের প্রতি মেট্রোর তরফে শ্রদ্ধা নিবেদন করে মেট্রো কর্তৃপক্ষ তাতে অনুমতি দিয়ে একটি দেওয়াল ‘ডোনেট’ করে।

এদিন সত্যজিৎ রায়ের ম্যুরালের উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কিংবদন্তি পরিচালকের সুযোগ্য পুত্র তথা চিত্র পরিচালক সন্দীপ রায়, রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন আমলা এবং রাজ্যসভার সাংসদ জহর সরকার ছাড়াও ছিলেন কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ-সহ মেট্রোর অন্যান্য কর্তারা। সকলেই উদ্যোক্তাদের এমন চিত্রকর্মের ভূয়সী প্রশংসা করেছেন।

আরও পড়ুন- কেন্দ্রের ‘কৃষক সম্মান নিধি’ থেকে বঞ্চিত রাজ্যের কৃষকরা, অভিযোগ শোভনদেবের

spot_img

Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...