Tuesday, August 12, 2025

জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা, মেট্রোর দেওয়ালে কিংবদন্তি সত্যজিতের ম্যুরাল

Date:

‘ডোনেট এ ওয়াল’। জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধায়-স্মরণে প্রবাদপ্রতীম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সোমবার কলকাতা মেট্রোর এক স্টেশনের “ভারত রত্ন” কিংবদন্তি বাঙালি পরিচালকের একটি ম্যুরাল উদ্বোধন করা হয়। ‘ডোনেট এ ওয়াল’-এর উদ্যোক্তারা সত্যজিৎ-এর নিজের শহর কলকাতায় একটি দেওয়াল চিত্র তৈরি করার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। এবং সত্যজিৎ স্মরণে তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মেট্রো কর্তৃপক্ষ টালিগঞ্জ অঞ্চলে ভবানী সিনেমা হল সংলগ্ন রবীন্দ্র সরোবর মেট্রোর একটি দেওয়াল ব্যবহারের অনুমতি দেয়। সেখানেই এই ম্যুরাল তৈরি করা হয়েছে।

এমন অভূতপূর্ব দেওয়াল চিত্র প্রসঙ্গে কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানিয়েছেন, মুম্বইয়ের স্টার্ট ফাউন্ডেশন নামে একটি সর্বভারতীয় সংস্থা গোটা দেশে বিভিন্ন শহরের দেওয়ালে সেখানকার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরম্পরা রেখে সাজানোর কাজ করছে। কলকাতায় তারা বিশ্ব বরেণ্য সত্যজিৎ রায়ের ম্যুরাল করার ইচ্ছাপ্রকাশ করে। চিত্র পরিচালকের প্রতি মেট্রোর তরফে শ্রদ্ধা নিবেদন করে মেট্রো কর্তৃপক্ষ তাতে অনুমতি দিয়ে একটি দেওয়াল ‘ডোনেট’ করে।

এদিন সত্যজিৎ রায়ের ম্যুরালের উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কিংবদন্তি পরিচালকের সুযোগ্য পুত্র তথা চিত্র পরিচালক সন্দীপ রায়, রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন আমলা এবং রাজ্যসভার সাংসদ জহর সরকার ছাড়াও ছিলেন কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ-সহ মেট্রোর অন্যান্য কর্তারা। সকলেই উদ্যোক্তাদের এমন চিত্রকর্মের ভূয়সী প্রশংসা করেছেন।

আরও পড়ুন- কেন্দ্রের ‘কৃষক সম্মান নিধি’ থেকে বঞ্চিত রাজ্যের কৃষকরা, অভিযোগ শোভনদেবের

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version