Thursday, August 21, 2025

তালিবানের বিরুদ্ধে মামলা করতে চলেছে নিহত চিত্রসাংবাদিক দানিশের পরিবার

Date:

জঙ্গি গোষ্ঠী তালিবানের (Taliban) বিরুদ্ধে মামলা করতে চলেছে ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকীর (Photojournalist Danish Siddiqui) পরিবার। কান্দাহারে নিহত হন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক। সেখানকার অশান্ত পরিস্থিতির ছবি তুলতে গিয়েছিলেন দানিশ। আফগান সেনাবাহিনীর সঙ্গে থেকে কাজ করছিলেন তিনি। ২০২১ সালের ১৬ জুলাই কান্দাহারের স্পিন বোলডাক জেলায় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন দানিশ।

আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকায় ক্ষুব্ধ আমেরিকা, তীব্র প্রতিক্রিয়া বাইডেনের

আজ অর্থাৎ মঙ্গলবার তালিবানের (Taliban) বিরুদ্ধে মামলা করতে চলেছেন দাশাহিদ (Photojournalist Danish Siddiqui) বাবা আখতার সিদ্দিকী ও মা শাহিদা আখতার। বিবৃতি জারি করে নিহত সাংবাদিকের পরিবারের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হতে চলেছেন দানিশের পরিবার। মামলায় দানিশ খুনে বহু শীর্ষ তালিবান নেতা ও জঙ্গিদের অভিযুক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দানিশের পরিবারের এহেন  পদক্ষেপ অনেকাংশে প্রতীকী। আন্তর্জাতিক আদালত বা আইন কোনও সময়েই সেই অর্থে পালন করেনি তালিবান (Taliban) জঙ্গি গোষ্ঠী। তবে এই মামলা তালিবান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মত গড়ে তুলবে এবং কিছুটা হলেও চাপ সৃষ্টি করবে বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন: তালিবানের রক্তচক্ষু উপেক্ষা করে স্কুল চালাচ্ছেন সাহসিনী, পড়তে আসে মেয়েরাও

আফগানিস্তানে (Afghanistan) তালিবানের একের পর এক অত্যাচারের ছবি সামনে এসেছে। গোটা বিশ্ব জেনেছে মহিলাদের উপর অত্যাচারের কথা। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, জেহাদিদের রাজত্বে কাজ হারিয়েছেন কমপক্ষে ৬ হাজার আফগান সাংবাদিক। এছাড়া সত্য তুলে ধরার জন্য তালিবানের হাতে প্রাণ হারিয়েছেন একাধিক সংবাদকর্মী।



Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version