Sunday, May 4, 2025

তালিবানের বিরুদ্ধে মামলা করতে চলেছে নিহত চিত্রসাংবাদিক দানিশের পরিবার

Date:

জঙ্গি গোষ্ঠী তালিবানের (Taliban) বিরুদ্ধে মামলা করতে চলেছে ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকীর (Photojournalist Danish Siddiqui) পরিবার। কান্দাহারে নিহত হন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক। সেখানকার অশান্ত পরিস্থিতির ছবি তুলতে গিয়েছিলেন দানিশ। আফগান সেনাবাহিনীর সঙ্গে থেকে কাজ করছিলেন তিনি। ২০২১ সালের ১৬ জুলাই কান্দাহারের স্পিন বোলডাক জেলায় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন দানিশ।

আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকায় ক্ষুব্ধ আমেরিকা, তীব্র প্রতিক্রিয়া বাইডেনের

আজ অর্থাৎ মঙ্গলবার তালিবানের (Taliban) বিরুদ্ধে মামলা করতে চলেছেন দাশাহিদ (Photojournalist Danish Siddiqui) বাবা আখতার সিদ্দিকী ও মা শাহিদা আখতার। বিবৃতি জারি করে নিহত সাংবাদিকের পরিবারের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হতে চলেছেন দানিশের পরিবার। মামলায় দানিশ খুনে বহু শীর্ষ তালিবান নেতা ও জঙ্গিদের অভিযুক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দানিশের পরিবারের এহেন  পদক্ষেপ অনেকাংশে প্রতীকী। আন্তর্জাতিক আদালত বা আইন কোনও সময়েই সেই অর্থে পালন করেনি তালিবান (Taliban) জঙ্গি গোষ্ঠী। তবে এই মামলা তালিবান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মত গড়ে তুলবে এবং কিছুটা হলেও চাপ সৃষ্টি করবে বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন: তালিবানের রক্তচক্ষু উপেক্ষা করে স্কুল চালাচ্ছেন সাহসিনী, পড়তে আসে মেয়েরাও

আফগানিস্তানে (Afghanistan) তালিবানের একের পর এক অত্যাচারের ছবি সামনে এসেছে। গোটা বিশ্ব জেনেছে মহিলাদের উপর অত্যাচারের কথা। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, জেহাদিদের রাজত্বে কাজ হারিয়েছেন কমপক্ষে ৬ হাজার আফগান সাংবাদিক। এছাড়া সত্য তুলে ধরার জন্য তালিবানের হাতে প্রাণ হারিয়েছেন একাধিক সংবাদকর্মী।



Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version