Friday, November 14, 2025

AAP: বিভিন্ন রাজ্যে এবার সাম্রাজ্য বিস্তারের পথে এগোচ্ছে আম আদমি পার্টি

Date:

বিগত বিধানসভা নির্বাচনের (Assembly Election)পর থেকে রাজনীতির শিরোনামে আম আদমি পার্টি(AAP)। আগে থেকেই নিজেদের সংগঠনের শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছিল আপ। ২০২৪ এর লক্ষ্যে বড় চ্যালেঞ্জ ছিল পাঞ্জাবের(Punjab)লড়াই। আর সেখানেই বড় সাফল্য! পাঞ্জাবে (Punjab)জয় লাভ করে স্বভাবতই উচ্ছ্বসিত আম আদমি পার্টি (AAP)। এরপরই পরবর্তী পদক্ষেপ নিয়ে নড়েচড়ে বসেছেন তাঁরা। এবার লক্ষ্য সাম্রাজ্য বিস্তার!

পাঞ্জাবে বিধানসভায় জয় লাভ করার পরই পশ্চিমবঙ্গে পদার্পণ যাত্রা করেছিল আপ। যা নিয়ে বঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে বাংলার বুকে আপ এর সেভাবে কোনও ভবিষ্যৎ নেই। কারণ বাংলার মানুষ ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তাতে অবশ্য পিছু হটতে রাজি নয় আম আদমি পার্টি (AAP)। সূত্রের খবর, আগামী দিনে হিমাচল প্রদেশ, গুজরাট এবং হরিয়ানায় নিজেদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছেন তাঁরা। তিনটি রাজ্যেই আম আদমি পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা যাচ্ছে। হিমাচলের কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে আপ ২৩ জন কংগ্রেস নেতাকে দলে অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে আছেন হিমাচল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি মনীশ ঠাকুর। দিল্লি সরকারের মন্ত্রী এবং আপ-এর হিমাচল বিধানসভা নির্বাচনের ইনচার্জ সত্যেন্দ্র জৈনের উপস্থিতিতে কংগ্রেস নেতারা আপ -এ যোগ দেন। মনীশ ঠাকুরের সাথে, সাজিদ আলি, রাকেশ ঠাকুর, গৌরব ঠাকুর, জাসভির সিং, প্রবেশ শর্মা, রনি ঘেড়া, চেতন চৌহান সহ ২৩ জন যুব কংগ্রেস নেতা আপ-এ যোগ দিয়েছেন। ২০২২ সালের শেষের দিকে হিমাচল প্রদেশ এবং গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version