বিগত বিধানসভা নির্বাচনের (Assembly Election)পর থেকে রাজনীতির শিরোনামে আম আদমি পার্টি(AAP)। আগে থেকেই নিজেদের সংগঠনের শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছিল আপ। ২০২৪ এর লক্ষ্যে বড় চ্যালেঞ্জ ছিল পাঞ্জাবের(Punjab)লড়াই। আর সেখানেই বড় সাফল্য! পাঞ্জাবে (Punjab)জয় লাভ করে স্বভাবতই উচ্ছ্বসিত আম আদমি পার্টি (AAP)। এরপরই পরবর্তী পদক্ষেপ নিয়ে নড়েচড়ে বসেছেন তাঁরা। এবার লক্ষ্য সাম্রাজ্য বিস্তার!