Monday, November 10, 2025

কোনও অজুহাত নয়, আনারুলকে গ্রেফতার করতে হবে, দোষীদের কড়া শাস্তি চাই: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

সোমনাথ বিশ্বাস: রং না দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনায়। বৃহস্পতিবার বাকটুইয়ের মাটিতে মৃতের পরিজনের সঙ্গে কথা বলার পর স্পষ্টভাবে একথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি জানিয়ে দেন গ্রেফতার করা হবে আনারুলকে। পাশাপাশি যাদের বাড়ি পুড়ে গিয়েছে তাদেরকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মৃত ও আহতদের ৫ লক্ষ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবারের একজনকে মুখ্যমন্ত্রী কোটা থেকে চাকরি দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিজনের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, “যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। এরকম নিশংস ঘটনা যে করতে পারে ভাবতে পারিনি। কয়েকটা লোকের জন্য এই ধরনের অশান্তি হচ্ছে।” এরপরই দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, “ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করতে হবে। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশকে পাঠায়নি।” এরপর রাজ্য পুলিশের ডিজিকে তিনি বলেন, “ওকে অ্যারেস্ট করে দেখতে হবে, কেন পুলিশ পাঠানো হয়নি। হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে ওকে যেখান থেকে পাবেন গ্রেফতার করবেন। যে পুলিশ আধিকারিকরা যুক্ত আছেন, তাঁদেরও রেয়াত করা হবে না। আমি দেখতে চাই যে পুলিশ এমন শাস্তি নিশ্চিত করবে যে অন্য কেউ এরকম ঘটনা ঘটানোর কথা ভাবতেও না পারে।”

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বগটুই গ্রামের বাসিন্দারা বাড়িতে

তদন্তকারীদের উদ্দেশ্যে কড়া সুরে মুখ্যমন্ত্রী জানান, “এমন ভাবে কেস তৈরি করতে হবে যাতে দোষীরা কোনভাবে ছাড় না পায়। একে পেলাম না ওকে পেলাম না ও পালিয়ে গিয়েছে কোন কথা শুনতে চাই না যেখানে পালিয়ে গিয়েছে সেখান থেকে গ্রেফতার করে আনতে হবে।” পাশাপাশি এই ধরনের অপরাধ রুখতে সারা বাংলায় তল্লাশি চালানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালাতে হবে যেখানে বোমা তৈরি হচ্ছে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে।” একইসঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা কে কে আছে, কোনও বহিরাগত যোগ রয়েছে কিনা সবটা বিস্তারিত তদন্ত করে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...
Exit mobile version