Tuesday, November 4, 2025

Metro: শিয়ালদহ মেট্রো চালুর আগেই বোর্ডে বাংলা বানান বিতর্ক

Date:

এখনও চালু হয়নি,তার আগেই বিতর্কে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)। ঝাঁ চকচকে মেট্রো স্টেশন, আর কয়েকদিনের মধ্যেই শুভ উদ্বোধন কিন্তু হঠাৎ ছন্দপতন! মেট্রো স্টেশনের(Metro Station) বোর্ডে এত বাংলা বানান(Bengali Spelling) ভুল? গাফিলতি নাকি অবহেলা আর উদাসীনতার চরম নিদর্শন?

সর্বকালীন রেকর্ড গড়ল আন্টার্কটিকা, পুড়ছে দক্ষিণ মেরু

বাংলার বুকে আরও এক নতুন মেট্রো যাত্রা শুরু হতে চলেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর নয়া রুটের অন্যতম বড় স্টেশন শিয়ালদহ, আর সেই স্টেশনেই কিনা এত মারাত্মক ভুল? পরিষেবাস্থলে নানা নির্দেশ ও পরামর্শ ইংরেজি হিন্দির পাশাপাশি বাংলাতেও লেখা। কিন্তু সেই বাংলা নিয়েই চরম বিতর্ক! ভুল আর বিভ্রান্তিতে ভরা নির্দেশাবলীর বোর্ড। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনে প্রবেশ করলেই, মূল গেট দিয়ে ঢুকে টিকিট কাউন্টারের পাশে রয়েছে নির্দেশিকা বোর্ডটিকে। ‘সল্টলেক স্টেডিয়াম’ সেখানে হয়ে গিয়েছে ‘সল্ট লেক স্টেডিয়ায।’সেক্টর ফাইভ লেখাটাও বড় অদ্ভুত। ‘স্টেশন’শব্দ লেখা হয়েছে‘স্টেশান’হিসেবে। এরপর চোখ রাখবেন অন্যান্য নিয়মাবলীতে। ‘প্ল্যাটফর্ম’হয়ে গিয়েছে ‘প্যাটফর্ম’,ট্রেনের ছাদ হয়ে গেছে ‘ছাত’ উঠবেন না। এগুলো নমুনা মাত্র, ভুলের তালিকা দীর্ঘ। স্বভাবতই প্রশ্ন তাহলে কি মেট্রো কর্তৃপক্ষের বা সংশ্লিষ্ট বিভাগের কারোর বাংলা ভাষা জানা নেই?

উত্তর নেই কারোর কাছে। কী করে এত বড় ভুল হয়? কর্তৃপক্ষ দায় এড়াচ্ছে, তাঁদের বক্তব্য,স্টেশন পুরদস্তুর চালু হওয়ার আগে সব চেক করা হবে। বুধবার এমনটাই জানান ইস্ট-ওয়েস্ট মেট্রো নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-এর জিএম এ কে নন্দী।
যদিও বিষয়টিকে এত হালকা ভাবে নিতে পারছে না অনেকেই। তাঁদের অভিযোগ, বাংলা ভাষার প্রতি অবহেলা ও তুচ্ছ—তাচ্ছিল্যেরই প্রতিফলন ঘটেছে কেন্দ্রীয় সরকারি এই পরিষেবায়। তাহলে কি এখানেও বাংলাকে অবহেলা করার চেষ্টা নাকি ষড়যন্ত্র?

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version