বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গেল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। উদ্দেশ্য ছিল গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলা। কিন্তু গ্রামে ঢোকার মুখেই এদিন গ্রামবাসীদের প্রবল বাধার মুখে পড়ে বিজেপির প্রতিনিধিদল। গতকাল বুধবার বিজেপির প্রতিনিধিরা বগটুই যাওয়ার পথে ল্যাংচা খেয়ে পিকনিক করেছিল। বিধ্বস্ত এলাকা দেখতে যাওয়ার আগে এভাবে সদলে আনন্দোৎসব করতে করতে ল্যাংচা খাওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়ে বিজেপি। তারপর বৃহস্পতিবার ফের গ্রাম পরিদর্শনে যেতে গিয়ে পথ অটকালেন খোদ গ্রামবাসীরাই। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বহুক্ষণ অপেক্ষা করে থাকতে হয় প্রতিনিধিদলকে। দীর্ঘ সময় পরে ওই প্রতিনিধিদল বগটুই গ্রামে পৌঁছয়।


৫ সদস্যের এই কেন্দ্রীয় প্রতিনিধিদলে ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সতপাল সিং, প্রাক্তন আইপিএস ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির নেত্রী ভারতী ঘোষ ।



