Monday, December 15, 2025

Mohunbagan: মোহনবাগানের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দেবাশিস দত্ত, দায়িত্ব নিয়েই একগুচ্ছ কর্মসূচি দেবাশিসের

Date:

Share post:

মোহনবাগানের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দেবাশিস দত্ত। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। আর বৃহস্পতিবার সন্ধ্যায় সেটাও সম্পন্ন হয়ে গেল মোহনবাগান তাঁবুতে। শতাব্দিপ্রাচীন ক্লাবের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দেবাশিস দত্ত। মোহনবাগান ক্লাবের নির্বাচনী পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় এদিন মোট ২২ জনের কমিটির নাম ঘোষণা করে দেন। এর মধ্যে  ১১ জন পদাধিকারী এবং বাকি ১১ জন কর্মসমিতির সদস্য। যেহেতু শাসক দলের সচিব পদপ্রার্থী-সহ এগারো জন পদাধিকারীর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হয়েছেন সবাই। অনুষ্ঠানে দেবাশিস দত্ত নিজের হাতে নতুন প্যানেলের প্রত্যেক সদস্যকে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেন।

সচিব পদের দায়িত্ব গ্রহণের পর দেবাশিস জানিয়েছেন, শুধু ফুটবল নয়, আবার সব ধরণের খেলা তিনি ক্লাবে ফিরিয়ে আনতে চান। তাঁর বক্তব্য, ‘‘মোহনবাগান আবার হকি খেলবে। সারা বছরের জন্য অ্যাথলেটিক্স টিম গড়া হবে। ক্লাব এবং রাজ্যস্তরের বিভিন্ন টুর্নামেন্টে এই দল অংশগ্রহণ করবে। ক্লাবে টেনিসও ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব।’’ তিনি আরও জানান, শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে বুধবারই উত্তরবঙ্গের একটি রাস্তার নাম মোহনবাগানের নামে করা নিয়ে তাঁর আলোচনা হয়েছে। দেবাশিস আরও জানান, আগামী মাসে এটিকে মোহনবাগানের এএফসি কাপের খেলা রয়েছে। তার আগে ক্লাবের জিমে নতুন সরঞ্জাম বসানো হবে। ফলে রয় কৃষ্ণারা সল্টলেকে প্র্যাকটিস করলেও, জিম করবেন ক্লাবে। পাশাপাশি এপ্রিল মাসে হকি লিগ শেষ হওয়ার পর, মোহনবাগান মাঠ খুঁড়ে ফেলে ঢেলে সংস্কার করা হবে। যাতে অদূর ভবিষ্যতে এটিকে মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিসও ক্লাবের মাঠে হয়।’’

তিনি আরও বলেন, এখন থেকে শুধু আইএসএল নয়, কলকাতা লিগ, আইএফএ শিল্ড-সহ দেশের প্রায় সব টুর্নামেন্টে মোহনবাগান অংশ নেবে। আগামী ৩০ মার্চ নতুন কমিটির প্রথম সভা। সেখানেই সবার সঙ্গে আলোচনা করে নতুন সভাপতি এবং সহ-সভাপতির নাম ঘোষণা করা হবে বলে এদিন আরও জানান দেবাশিস।

আরও পড়ুন:Atk Mohunbagan: আসন্ন এএফসি কাপ ও ২০২২-২৩ মরশুমের জন্য এটিকে মোহনবাগানের কোচ থাকছেন ফেরান্ডো

spot_img

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...