Sunday, August 24, 2025

ফুলহার নদী তীরবর্তী অঞ্চল থেকে বালি কেটে পাচার করতে গিয়ে চারটি ট্রাক্টর সহ পুলিশের হাতে ধৃত ৪ যুবক।  ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম-পঞ্চায়েত এলাকার ভালুকা গোবরা ঘাটে। ধৃতদের নাম মহম্মদ কুসবান, শেখ জুলফিকার, আলাউদ্দিন এবং আতিউর রহমান। অভিযোগ দীর্ঘদিন ধরেই ফুলহার এবং মহানন্দার তীর থেকে বালি কেটে বেআইনি ভাবে পাচার করা হচ্ছিল।  বুধবার সেভাবেই বালি নিয়ে যাওয়ার সময় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বালিভর্তি চারটি ট্রাক্টরকে আটক করে । বৃহস্পতিবার তাদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

হরিশ্চন্দ্রপুর এলাকাতেই রয়েছে বিহার সীমান্ত। ফলে সীমান্ত লাগোয়া এই এলাকা থেকে বিভিন্ন জিনিস সহজেই পাচার করে দেওয়া যায় বিহারে। এমনকী এর আগেও অবৈধ ভাবে মাটি কেটে  বিহারে পাচারের অভিযোগ উঠেছিল। এর পিছনে আর কে বা কারা জড়িত  তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাছাড়া শুধু বিহার নয়, আর কোথায় কোথায় এই বাই পাচার হত তাও জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের জেরা করে অনেক তথ্যই মিলবে বলে মনে করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই এই বেআইনি বালি পাচারের কারবার চলছে । কোনও রকম নিয়ম না মেনে  যথেচ্ছভাবে বালি কাটার ফলে বর্ষাকালে সহজেই নদীর জল ঢুকে যেত নদী তীরবর্তী অঞ্চলগুলিতে। ফলে একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যেত এলাকায়। আর ঘন ঘন নদীর চর  ভেঙ্গে পড়ে।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version