Monday, May 5, 2025

শহরতলীর রেলের নিত্যযাত্রীদের সঙ্গে রেল বাজেট নিয়ে বঞ্চনা করা হয়েছে। বৃহস্পতিবার রেলের বাজেট(rail budget) বরাদ্দ নিয়ে আলোচনায়, তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ জহর সরকার(Jahar Sarcar) এমনটাই অভিযোগ করলেন।

এদিন সংসদে জহর সরকার বলেন, “রেলে দৈনিক যাত্রীদের অর্ধেক সংখ্যক শহরতলীর। যদি সেই সংখ্যা ৪৫ শতাংশও হয়, তাহলে তাঁরা রেল বাজেটের à§§ শতাংশও কখনও পাননি।” তাঁর কথায়, এইসব শহরতলীর যাত্রীরা নিত্যদিন পশুর মত ঠাসাঠাসি করে যাতায়াত করেন। নিত্যযাত্রীদের প্রতি এই লজ্জাজনক ব্যবহারের সমাপ্তি হওয়া প্রয়োজন বলে রাজ্যসভায় জানান তিনি। পাশাপাশি আরও বলেন, সরকারের এই দিকে আলোকপাত করা উচিত। রেলের বেসরকারিকরণ নিয়েও সরব হন জহর সরকার। তাঁর কথায় লিজ দেওয়ার আগে স্বচ্ছতার প্রয়োজন।

জহর সরকারের পাশাপাশি বৃহস্পতিবার দেশে বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি পুনরায় চালু করতে কী পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা জানান, আত্মনির্ভর ভারতসহ একাধিক প্রকল্প চালু করা হয়েছে এর উদ্দেশ্যে। এ প্রসঙ্গেই সংশ্লিষ্ট মন্ত্রক জানান,চলতি আর্থিক বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০২২-২৩ অর্থবর্ষে ২১ হাজার ৪২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন:নিজের চেষ্টায় ইউক্রেন থেকে দেশে ফিরেছেন ৪ হাজার ভারতীয়, সংসদে জানালো বিদেশমন্ত্রক

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...
Exit mobile version