Monday, November 10, 2025

রামপুরহাটে পুড়িয়ে মারা হয়েছে হিন্দুদের: মিথ্যা তথ্যে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা বিজেপির

Date:

রামপুরহাটে ৮ মৃত্যুর ঘটনায় কোনো রকম রাজনীতির যোগ নেই তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তদন্তকারী দল। ইতিমধ্যেই গোটা ঘটনায় কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রামপুরহাটের ঘটনাকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে ফায়দা নিতে চেষ্টার কোনো কসুর করছে না বিজেপি। এবার ভুল তথ্য দিয়ে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা চালানো হলো গেরুয়া শিবিরের তরফে। সম্প্রতি বিজেপি বিধায়ক রাজা সিং এই সংক্রান্ত এক উস্কানিমূলক ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে ওই নেতাকে বলতে শোনা যাচ্ছে রামপুরহাটে হিন্দুদের জীবন্ত পুড়িয়ে মেরেছে মুসলিমরা। অবশ্য এই তথ্য সম্পূর্ণরূপে মিথ্যা। ভিডিওটি টুইটারে শেয়ার করে রাজ্য প্রশাসনকে ওই বিধায়কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা কৃশানু মিত্র।

ভিডিওটিতে ওই বিজেপি বিধায়ককে বলতে শোনা যাচ্ছে, “পশ্চিমবঙ্গে তৃণমূল মাফিয়া খুন হওয়ার পর ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। তৃণমূলের মুসলিম গুন্ডা বাহিনী পশ্চিমবঙ্গের নির্দোষ হিন্দুদের টার্গেট করেছে। ঘর বন্ধ করে সাতজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। পরে আরও তিন জনকে পুড়িয়ে মারা হয়। বাংলার হিন্দুদের আজ এই অবস্থা। আমি অমিত শাহজির কাছে আবেদন করব পশ্চিমবঙ্গের সকল হিন্দুকে আত্মরক্ষার জন্য বন্দুক রাখার লাইসেন্স দেওয়া হোক। না হলে কাশ্মীরে যেভাবে হিন্দু পণ্ডিতদের খুন করা হয়েছিল ও তাড়ানো হয়েছিল সেই ঘটনা পশ্চিমবঙ্গেও হতে চলেছে। কারণ বাংলাদেশী মুসলিম, রোহিঙ্গা মুসলিম ও পাকিস্তানি মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ফুলে-ফেঁপে উঠেছে। এই অবস্থায় বাংলার হিন্দুরা সুরক্ষিত নয়।” যদিও ওই বিধায়ক যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণরূপে মিথ্যা ও সাম্প্রদায়িক উস্কানিমূলক। কারণ রামপুরহাটে মৃত্যু হয়েছে আটজনের এবং যারা মারা গিয়েছেন প্রত্যেকেই মুসলিম। এবং এই ঘটনায় দূরদূরান্ত পর্যন্ত সাম্প্রদায়িকতার কোনো জায়গাই নেই। অথচ ইচ্ছাকৃতভাবে একজন জনপ্রতিনিধি ঘটনাকে হাতিয়ার করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন:ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগে গ্রেফতার তাঁর শ্যালক

এই ধরনের মিথ্যাচারিতার তীব্র নিন্দা করে ওই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা কৃশানু মিত্র। টুইটারে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “একজন জনপ্রতিনিধি দ্বারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুয়ো ঘৃণা ছড়ানোর তথ্য শেয়ার করা হচ্ছে। বিজেপি বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে পুলিশ এবং স্বরাষ্ট্র দপ্তরের তরফের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version