Wednesday, August 27, 2025

বগটুইকাণ্ডে অতিসক্রিয়তা দেখাচ্ছে বিজেপি, নিন্দায় সরব হিন্দু মহাসভা

Date:

নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কোনো কারণ ছাড়াই অতি সক্রিয়তা দেখাচ্ছে রাজ্য বিজেপি।রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় বিজেপির নিন্দায় এভাবেই সরব হয়ে উঠল অখিল ভারত হিন্দু মহাসভা। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বিবৃতি জারি করে বিজেপির(BJP) এহেন ভূমিকা থেকে সরে আসার কথা জানিয়েছে হিন্দু মহাসভা(Hindu mahasabha)।

অখিল ভারত হিন্দু মহাসভার(Akhil Bharat Hindu mahasabha) তরফে জানানো হয়েছে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে কংগ্রেস ও বাম আমলে অসংখ্য হিন্দু পরিবার খুন হয়েছে রাজ্যে। কখনো তাদের হয়ে আন্দোলনে নামেনি বিজেপি। এখনো পর্যন্ত সেইসব ঘটনা নিয়ে বিজেপি নীরব। হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, একুশের নির্বাচনে হিন্দুদের ভাবাবেগকে বঞ্চিত করে বামেদের বি-টিম হয়ে এ রাজ্যে লড়াই করেছে বিজেপি। এমন অবস্থায় আচমকা বগটুইয়ের মতো স্পর্শকাতর একটি ঘটনা নিয়ে উসকানি দিতে রাজ্য বিজেপি কেন অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে হিন্দু মহাসভা।

আরও পড়ুন:সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত

উল্লেখ্য, রামপুরহাট কাণ্ডে প্রথম থেকেই ছড়িয়ে গিয়েছে রাজ্য বিজেপি। শুরুতেই এই ঘটনায় শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছিলেন। এমনকি সিবিআই ও এনআইএ দিয়ে তদন্তের দাবি জানান। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পাঠানো হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য বিজেপির বিধায়ক দল ঘটনাস্থল ঘুরে এসেছে। এই সমস্ত বিষয়কেই অতি সক্রিয়তা বলে তোপ দেগেছে হিন্দু মহাসভা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version