Monday, August 25, 2025

রামপুরহাট (Rampurhat) কান্ডে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ নিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC)বক্তব্য-

রামপুরহাটে সিবিআই প্রসঙ্গে

রামপুরহাটের ঘটনা দুঃখজনক।
এখানে তদন্তে যা যা করণীয়, রাজ্য সরকার সব ব্যবস্থা নিয়েছে। ক্ষতিপূরণেও পদক্ষেপ হয়েছে। হয়ত বেশিই হয়েছে। মুখ্যমন্ত্রী (CM)যা যা করার করেছেন। পুলিশ ২১ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তদন্ত চলছে।

তার পরেও কোর্ট (Court) সিবিআইকে দায়িত্ব দিয়েছে।

আমরা সহযোগিতা করব। বিরোধিতা করব না।
কিন্তু এবিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য আছে।

যেখানে রাজ্য সরকার(West Bengal Government) সব ব্যবস্থা নিয়েছেন, নিচ্ছেন, সেখানে কীভাবে সিবিআই হয়?

বিজেপির দুই ভাই: ইডি আর সিবিআই।
সিবিআই নিরপেক্ষ নয়। ওরা বিজেপি পক্ষ।

একদিক থেকে ভালো।
এরপর কেউ মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারকে দোষ দিতে পারবে না। সিবিআই দেখুক।
আমরা সহযোগিতা করব।

কিন্তু কোন সিবিআই?
আগেও বহু দায়িত্ব।
সুরাহা হয়নি। ন্যায়বিচার আসেনি।
রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল, সিঙ্গুরে তাপসী মালিক খুন, নন্দীগ্রাম গণহত্যা, এবং আরও।

প্রশ্ন, দিল্লির দাঙ্গায় সিবিআই হয় না কেন?
হাথরাস, উন্নাও, লখিমপুর, অসমের হত্যা, গণহত্যায় সিবিআই হয় না কেন?

তাছাড়া বিজেপিতে যোগ দিলেই তো সিবিআই তাদের অভিযোগ আর দেখতে পায় না।

এখন তো A to Z, সব বিজেপির পারচেজড।

রাজ্যপাল, বিজেপি নেতারা আগেই বলছিলেন, কী হবে, দেখতে পাবেন।
আমাদের জানা ছিল কী করছে ওরা। কী হতে চলেছে।

আমাদের দাবি:
ন্যায়বিচার ও সঠিক তদন্ত করুক সিবিআই।

যদি ন্যায়বিচার না হয়, যদি বিজেপিকে বাঁচানোর চেষ্টা হয়, যদি বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করা হয়, যদি বিজেপির কথায় এই ঘটনার তদন্তের পরিধি থেকে বেরিয়ে প্রতিহিংসার রাজনীতির চেষ্টা হয়, তাহলে আমরা ছেড়ে কথা বলব না। প্রতিবাদ হবে। গণআন্দোলন হবে।

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version