Thursday, August 28, 2025

বগটুইকাণ্ডে রাষ্ট্রপতি শাসনের দাবি, ‘মহাভারত’ স্টাইলে রাজ্যসভায় রূপার নাটক

Date:

রামপুরহাট(Rampurhat) হত্যাকাণ্ডে রাজ্য সরকারের তরফে সমস্ত রকম কঠোর পদক্ষেপ নেওয়ার পরও আদালতের নির্দেশে এই তদন্তভার উঠেছে সিবিআইয়ের(CBI) হাতে। যদিও এতেই ক্ষান্ত থাকছে না বিজেপি। এই ইস্যুকে হাতিয়ার করে এবার রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাজ্যসভায় সরব হলেন রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly)।

এদিন রাজ্যসভায় বলতে গিয়ে বিজেপি নেত্রী বলেন,”পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির কথা বলতে গিয়ে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমরা কেউ পাথরের তৈরি নই। এখানে মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। বাংলা ভারতেরই অংশ। এখানকার মানুষেরও বেঁচে থাকার অধিকার আছে। বাংলায় জন্মগ্রহণ করা অপরাধ নয়।” রূপার (Roopa Ganguly) সাফ কথা,”আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। বাংলায় গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা এবং মহিলারাও সুরক্ষিত নন।”

আরও পড়ুন:বগটুইকাণ্ডে ধৃত আনারুল হোসেনের ১৪ দিনের জেল হেফাজত

উল্লেখ্য, শুক্রবার রামপুরহাট কান্ডের ঘটনা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, ন্যায়বিচারের স্বার্থে এবং রাজ্যের মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে এই মামলায় সিবিআই তদন্ত হওয়া জরুরি। তৃণমূলের তরফে এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি আরও জানানো হয়েছে যদি বিজেপির ভাই সিবিআই এই ঘটনায় রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করে তাহলে তৃণমূল গণআন্দোলনের পথে নামবে। পাশাপাশি রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে তৃণমূলের স্পষ্ট বক্তব্য আসলে বিজেপি রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলের সঙ্গে পেরে ওঠেনি। লজ্জাজনক হারের পর প্রতি হিংসা চরিতার্থ করতে ঘুরপথে রাজ্য সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা করছে।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version