Monday, May 5, 2025

তিস্তা নদীর উপরে শিলিগুড়ির ঐতিহ্যশালী করোনেশন ব্রিজে বিস্ফোরণের ঘটনায় সেবক ফাঁড়ির ওসি ডালিম অধিকারীকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি  প্রোডাকশন টিমের এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।  কার্শিয়াংয়ের এসডিপিও মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই  ওই প্রোডাকশন টিমের একজনকে আটক করা হয়েছে। কিন্তু, তাকে জেরা করে কোনও  সদুত্তর না পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। । এদিকে সেবক ফাঁড়ির ওসি ডালিম অধিকারীর  জায়গায় এসেছেন নতুন ওসি তপন দাস।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ওই সেতুতে  বিস্ফোরণ ঘটিয়ে চিত্রগ্রহণ করা হয়েছিল।  বিস্ফোরণের শব্দে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।  খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, কলকাতার একটি শুটিং টিম ওই কাণ্ড ঘটিয়েছে। তাও বিনা অনুমতিতে।  তারপরেই ওই প্রোডাকশন টিমের একজনকে  আটক করে পুলিশ।  শ্যুটিং টিমের পক্ষে শেফালি বন্দ্যোপাধ্যায় পুলিশকে জানিয়েছেন, তাঁরা অনুমতি নেওয়ার জন্য সেবক থানায় আবেদন করতে গিয়েছিলেন। তবে তাড়াহুড়ো থাকায় অনুমতির আগেই তাঁরা নকল বিস্ফোরণ ঘটিয়ে চিত্রগ্রহণ করে ফেলেছেন বলে  দাবি করেছেন পুলিশের কাছে। পুলিশ ইতিমধ্যেই  ওই শুটিং টিমের নামে মামলা রুজু করেছে।

ব্রিটিশ আমলে সেবক করোনেশন সেতু তৈরি হয়েছিল। সেতুটি এখন অনেকটাই দুর্বল। তাই ১০ টনের বেশি ওজনের ট্রাক সেতু দিয়ে চলাচল নিষিদ্ধ। সেখানে এমন বিস্ফোরণ ঘটিয়ে সিনেমার ছবি তোলার ঘটনায়  বিস্মিত সকলেই।  এলাকার বাসিন্দারা। রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি ডি পি সিং জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী বলেছেন, এরকম ঘটনা মোটেই আকাঙ্খিত নয়।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version