Saturday, August 23, 2025

মূল্যবৃদ্ধির বাজারে এবার নতুন করের(Tax) বোঝা। অনলাইনে (Online)এতদিন প্রচুর টাকা রোজগার করেছেন হয়তো, কিন্তু এবার সেই কাজেই আসতে চলেছে বড় পরিবর্তন। এবার থেকে ট্যাক্সের আওতায় ক্রিপ্টোকারেন্সি(Cryptocurrency)। আগামি সপ্তাহ থেকেই কার্যকরী এই নিয়ম।

Accident: ভয়ঙ্কর! চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে খুলে গেল ৩টি কামরা, তারপর?

নিউ নরম্যাল যুগে অনেকেই অনলাইনে প্রচুর আয় করেছেন কিন্তু এবার ক্রিপ্টোকারেন্সিতে বসছে কর, তাই একটু সতর্ক থাকুন।উল্লেখ্য চলতি বাজেট অধিবেশনের প্রথমভাগে বাজেট (Budget 2022) পেশের দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, এবার থেকে ক্রিপ্টোকারেন্সির উপরে বসতে চলেছে করের বোঝা। তারপর থেকে নানা মহলে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। এরপরই শুক্রবারই কেন্দ্রের তরফে ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency)উপরে কর বসানো নিয়ে বিল (Cryptocurrency Bill)পাশ করা হয়। জানা যায় সংসদের উচ্চকক্ষেও এই বিল নিয়ে আলোচনা করা হয়।

ট্যাক্সের আওতায় ক্রিপ্টোকারেন্সি সেটা না হয় বোঝা গেল, কিন্তু ঠিক কী পরিবর্তন হচ্ছে? সূত্র মারফত জানা যায়, মূলধনী আয়ের উপরে কর ছাড়াও এবার থেকে ভারতীয়দের ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার ক্ষেত্রে ১ শতাংশ কর দিতে হবে টিডিএসের উপরে। এছাড়া যদি কোনও ব্যক্তিকে ক্রিপ্টোকারেন্সি উপহার দেওয়া হয়। সেক্ষেত্রে উপহার যিনি গ্রহণ করবেন, তাঁকে কর দিতে হবে। আগামী মাসের শুরু থেকে ক্রিপ্টোকারেন্সির উপরে কর বসবে, টিডিএসের উপরে কর কার্যকর হবে আগামি ১ জুলাই থেকে।

Earth hour: শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আর্থ আওয়ার’

শুক্রবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় এই নয়া বিলটি পেশ করেন। অনেকে বিরোধিতা করে বলেন এতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে যাঁদের কাজ কারবার তাঁরা সমস্যায় পড়তে চলেছেন। অর্থমন্ত্রী স্পষ্ট বলেন এই বিলে কোনও অস্বচ্ছতা নেই। ক্রিপ্টোকারেন্সি(Cryptocurrency) থেকে সাধারণ মানুষ লাভ করছে বলেই সরকার এর উপরে কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিনিয়োগকারীদের মতে এতে লাভের থেকে ক্ষতিই বেশি হবে। ক্রিপ্টোকারেন্সির উপরে নিষেধাজ্ঞা ও কর বসানোর সিদ্ধান্তের জেরে ক্রিপ্টোকে ঘিরে যে শিল্পক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা গোড়াতেই ধ্বংস হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version