Friday, August 22, 2025

সুমন করাতি: ওভারব্রিজ থাকলেও তার উচ্চতা অত্যন্ত বেশি। সবার পক্ষে সেটা ব্যবহার সম্ভব হয় না। ফলে দাবি ছিল সাবওয়ের। কিন্তু রেলের বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তৈরি হয়নি কোন্নগর (Konnagar) ও রিষড়া (Rishra) স্টেশনের সাবওয়ে (Subway)। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন ডিঙিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। হামেশাই ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতি মোকাবিলায় রেলের ডিভিশনাল ম্যানেজারকে সাবওয়ে তৈরির দাবি জানিয়েছি স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া সিটিজেন ফোরাম।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন অখিলেশ যাদব

দেড় পাতার চিঠিতে ফোরাম জানিয়েছে, প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী রেল লাইন টপকে স্টেশনে আসেন। ওভারব্রিজ থাকলেও, সেটার উচ্চতা অনেকটা বেশি থাকায় বয়স্ক মানুষেরা যাতায়াত করতে পারেন না। এছাড়া কোন্নগর স্টেশনের সঙ্গে শহর ও গ্রামীণ এলাকার সংযোগ রক্ষা করার জন্য রাস্তা থাকলেও সেটি সঙ্কীর্ণ হওয়ায় দীর্ঘক্ষণ যানজট লেগেই থাকে। ২০১৮ সালে একই দাবি নিয়ে রেল ও রাজ্য প্রশাসনকে অল বেঙ্গল সিটিজেন ফোরাম চিঠি দেওয়ার পরেও কোনো কাজ হয়নি। কারণ, এটি রেলের এক্তিয়ারভুক্ত। সেই কারণেই নতুন করে রেলদফতরের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছেন ফোরামের সম্পাদক শৈলেন পর্বত। তিনি বলেন, “আমাদের সংগঠনের বরুণ দাস, হারাধন ঘোষেরা রেলের ডিভিশনার অফিসারকে স্মারকলিপি জমা দেওয়া ছাড়াও উচ্চ পদস্থ আধিকারিকদের ইমেল করে সাবওয়ের (Subway) দাবি জানিয়েছি।“ এখন রেলের কবে টনক নড়ে সেটাই দেখার।




Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version