Thursday, August 28, 2025

করোনা আবহে দীর্ঘ প্রায় দু’বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা। ২০২০ সালের ১২ মার্চ করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে দু’দেশের মধ্যে এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একাধিকবার লকডাউন ও সংক্রমণ বৃদ্ধির কারণে তা আর চালু করা হয়নি। কিন্তু এখন সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই ফের দু’বছর পর এই পরিষেবা চালু হতে চলেছে। কলকাতা-ঢাকা বাস পরিষেবায় যুক্ত সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা ও ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চালু করার অনুমতি পাওয়া গিয়েছে। আর তারপরই এই পরিষেবা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত আগামী ৩০ মার্চ অথবা ৪ এপ্রিল থেকে এই পরিষেবা শুরু করা হতে পারে বলেই জানা গিয়েছে। সরকারি তরফে পরিষেবা চালুর প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর কবে তা চালু করা হবে তা নিয়ে মতামত জানতে চেয়ে রাজ্যের পরিবহণ দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে। তার উত্তর এলেই শুরু হয়ে যাবে বাস চলাচল।

সপ্তাহে তিনদিন সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় সল্টলেকের করুণাময়ী থেকে ঢাকার উদ্দেশে বাস ছাড়বে। উল্টোদিকে ঢাকা থেকে একই সময় কলকাতার উদ্দেশে বাস ছাড়বে সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। রবিবার এই রুটে কোনও বাস চলবে না। এছাড়া সপ্তাহে তিনদিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চালানো হবে।

আরও পড়ুন- এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version