Monday, May 12, 2025

ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

Date:

ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে বিজেপি বিরোধী দলগুলি। এবার শিবসেনার (Sivsena) মুখপাত্র তথা দলের মুখপত্র ‘সামনা’র এডিটর সঞ্জয় রাউত (Sanjay Raut) বিস্ফোরক অভিযোগ করলেন। ইডির (ED) আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন তিনি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন সঞ্জয়।

সেখানে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন সঞ্জয়। তাঁর চিঠিতে লিখেছেন, যে লক্ষ-কোটি টাকা তাঁরা নেন সেটা হাত ঘুরে বিভিন্ন কোম্পানিতে লগ্নি হয়। এক্ষেত্রে জিতেন্দ্র চন্দ্রলাল নবিলানির নাম উল্লেখ করেছেন সঞ্জয়। একইসঙ্গে সাতটা কোম্পানির নাম জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই সাতটা কোম্পানিতে রয়েছেন এই জিতেন্দ্র এবং তিনি ইডির থেকে টাকা নিয়ে এই কোম্পানিগুলোতে খাটাচ্ছেন।

সঞ্জয় তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, ২০১৩ সুপ্রিমকোর্ট একটি রায় সিবিআইকে (CBI) “খাঁচায় বন্দি তোতা পাখি” বলে ঘোষণা করেছিল। একই পথে হাঁটছে ইডিও। একের পর এক তথ্য তুলে ধরেছেন সঞ্জয়। তিনি বলেন, এর আগে উপরাষ্ট্রপতিকে তিনি এ বিষয়ে চিঠি লিখেছেন। কিন্তু শিবসেনার মুখপাত্রের মতে, প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানানো তাঁর উচিত মনে হয়েছে, সে কারণেই অভিযুক্ত কোম্পানির নাম, কাদের থেকে কত টাকা নেওয়া হয়েছে সমস্ত তথ্য দিয়ে নরেন্দ্র মোদির কাছে পাঠিয়েছেন শিবসেনার মুখপাত্র। এখন এই চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন কি না সেটাই দেখার।

আরও পড়ুন- এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

Related articles

বিরাটের সিদ্ধান্তে বার্তা গম্ভীরের, হতবাক শাস্ত্রী

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট ভক্তদের বিষন্নতার ভাব ফুটে উঠেছে। শুধু...

বিজেপি শাসিত রাজ্যে নৃশংশ ঘটনা, মায়ের প্রেমিকের হাতে খুন ১০ বছরের বালক

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবার প্রেমিকের সহায়তায় ১০ বছরের বালককে হত্যা(Murder) করে কাটা দেহ স্যুটকেসে লুকিয়ে রাখলেন মা।...

ভারত-পাক সংঘর্ষের আবহে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

পাকিস্তানের সঙ্গে আপাত সংঘর্ষ বিরতির আবহে রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

খুলে দেওয়া হল সাময়িক বন্ধ ৩২ বিমান বন্দর, উড়ান স্বাভাবিক হতে সময় লাগবে

সংঘর্ষ বিরতির পরিস্থিতিতেও আশ্বস্ত হতে পারছিল না ভারত। পাকিস্তানের বিশ্বাসঘাতকতার জেরে শনিবারও ক্ষেপনাস্ত্রের আঘাত লেগেছে পশ্চিমের রাজ্যগুলিতে। তবে...
Exit mobile version